![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি-বাজার
- যাযাবর জীবন
রাত রূপ মেলতেই অন্ধকার
রূপের পশরায় ডালি সাজিয়েছে রাত্রি-বাজার
ডালিতে লাইন ধরা রূপ-কন্যাদের আলগা চটক
কামগন্ধে ম ম শরীর-বাজার;
অন্ধকার গাঢ় হওয়ার সাথে
কাম-নগরীতে কামুক নাগর'দলের ঢল
কেও বুক চিতিয়ে
কেও মাফলারে মুখ ঢেকে
কাম-পণ্যের খোঁজে
ট্যাঁকে যার যা আছে বল;
কামের খাদ্য হলে পেটের খাদ্য জোটে
এক দল নিশিকন্যার ঘরে,
আর মনের খাদ্য জোটাতে কামের খাদ্য খোঁটে
আরেক দল রূপ-কুমারী রাতের অন্ধকারে;
পৌষের রাতে শীত পালায় কাম-নগরীতে।
অন্ধকারের ব্যস্ততা বাড়ে রাত্রি-বাজারে
অন্ধকার কেনাবেচা হয় অন্ধকার ঘরে।
©somewhere in net ltd.