![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাটছে আমার
ফাটছে,
বস! ফাটছে;
এই যে প্রতিদিনের খরচের বাহার!
কোথায় কমছে?
খাবার তো খেতেই হয়
আগে তিন পদ থাকতো,
এখন না হয় এক পদে মানাই,
আমি না হয় নাই খাই, ছেলেমেয়েগুলো তো খাচ্ছে!
সাথে চাল, ডাল, নুন, তেল কোনটাকে বাদ দেবে?
ঔষধ পত্র?
ওটা তো নেসিসিটি, ডালভাতের মত
প্রাত্যহিক'ই লাগে;
বাচ্চাদের স্কুল কলেজের বেতন?
টিচারদের টিউশন ফি!
কে বলেছে ওগুলো সীমিত আকারে?
ফাটছে বস! আমার ফাটছে;
চাকরিজীবীর না হয় বেতন আছে
হোক না সীমিত আকারে, আছে তো!
কিছু তো আছে!
বড় বড় ব্যবসায়ীদের! হোক না দেখানো লোনের টাকা!
তবুও আছে তো ব্যাঙ্ক ভরা! সঞ্চয়েই আছে,
ওদের কিন্তু কিছুই চলছে না সীমিত আকারে;
আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী!
কৈ এর তেলে কৈ ভাঁজতে শিখি নি,
অফিসটা তো আর ছেড়ে দিতে পারছি না!
ভাড়াটা গুনতে হচ্ছে ঠিকই,
একটা দুটো স্টাফ, সীমিত আকারেই! পালতে তো হচ্ছে!
আমাদের হচ্ছে না টা কি? ব্যবসা;
বস! ঐটাই হচ্ছে না আর সব চলছে যার আর মত;
তাতে ক্ষতি কি?
অল্প কিছু জমানো পুঁজি, ভাংছে;
তলানিতে ঠেকতে ঠেকতে হাতে এখন মাটি ঠেকছে,
ফাটছে বস! আমার ফাটছে।
সমস্যা কি জানো!
বলতে পারি না, সইতে পারি না
চাইতে পারি না কারো কাছে হাত পেতে
মধ্যবিত্তরা পেরেছিলো কবে?
আমি না পারলেও পেট তো চাচ্ছে
ক্ষুধা কামড়াচ্ছে;
ফাটছে বস! আমার ফাটছে।
২১ জুন, ২০২০
#কবিতা
ফাটছে বস! আমার ফাটছে
- যাযাবর জীবন
২৩ শে জুন, ২০২০ রাত ১২:৫২
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকুন
২| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: শুধু আপনার না সবা্রই ফাটছে
২৩ শে জুন, ২০২০ রাত ১২:৫৬
নির্বাসন এ একা বলেছেন: হুম ভাই
ফাটছে
বেশীরভাগেরই ফাটছে
তবে একশ্রেণি আছে যারা নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২০ রাত ১০:০১
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন । ।