![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
আমি ঠিক জানিনা আমরা আসলে বিচার চাই নাকি ফাঁসি চাই? যদি বিচার চাই তাহলে ট্রাইব্যুনালের রায় মানতে হবে। আর যদি ফাঁসি চাই তাহলে আর কোনও রায়ের অপেক্ষা করার প্রয়োজন নেই। সরকারের কাছে নামে'র লিষ্ট আছে। ধরো আর "হ্যাঙ টিল ডেথ"।
এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু জামাত নেতা/ কর্মি'দের ফাঁসি চাই নাকি রাজাকারদেরও ফাঁসি চাই? যদি জামাতে'র পাশাপাশি রাজাকারদেরও ফাঁসি চাই তাহলে পরবর্তি প্রশ্ন হবে আমরা কোন রাজাকারদের ফাঁসি চাই? শুধু বিএনপি'র সাথে যে সকল রাজাকার আছে তাদের নাকি অন্য দলগুলোর সাথে যারা আছে তাদেরও।
সবাইকে কি আমরা এভাবে ক্লিয়ার করেছি? আমি কিন্তু ক্লিয়ার না। আপনি?
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
যেড ফ্রম এ বলেছেন: @একে ৪৭, মেশিন নিয়া সাইদী আইলো তোর ুটকি ারতে।
@ লেখক, আপনের ভিত্রে "কিন্তু" "যদি" সিন্ড্রোম দেখা যাইতেছে। বাই দা ওয়ে আপনি কি সকালে নাস্তা করসেন?
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
তীর্থক বলেছেন: @একে ৪৭: আপনি কি বিএনপি'র রাজাকার নাকি অন্য দলের? শাহবাগ/ প্রজন্ম চত্বরে কিন্তু একজনও ঘুমায় নাই। সাবধান!
@যেড ফ্রম এ: বুইঝা কথা বলেন, নাহলে চুপ থাকেন। রাত বাড়ছে, যান বউ'য়ের আঁচলে মুখগুজে ঘুমান।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
একে ৪৭ বলেছেন: শাহবাগের চুতিয়া রা এইডা বুঝব না।