নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ রাষ্ট্রনায়ক শেখ মুজিব..............

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবু'র রহমানে'র জন্মদিন। বিনম্র শ্রদ্ধায় স্বরণ করছি সেই মহান নেতাকে যিনি বাংলাদেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, সংঘবদ্ধ করেছেন, পাকিস্তানি বর্বর হানাদারদের বিরুদ্ধে রুখে দাড়াতে শিখিয়েছেন। যার স্বপ্নের বাংলায় বাস করে আজ আমরা যত অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে পারছি, প্রজন্ম চত্বর গঠন করছি আর যুদ্ধাপরাধীদের "ফাঁসি চাই" স্লোগান দিচ্ছি। শতবর্ষে'র শ্রেষ্ট বাঙ্গালি শেখ মুজিব তোমায় সালাম।



- প্রেক্ষাপট ২৫এ মার্চ ১৯৭১

শেখ মুজিব পাকিস্তানি সেনা বাহিনি'র হাতে বন্দী হলেন। হানাদাররা বুদ্ধিজীবি হত্যায় মেতে উঠল। লোকজন পালাতে শুরু করল। শেখ মুজিবের অতিপ্রিয় সাঙ্গো-পাঙ্গোরাও পালাতে শুরু করল। (পালাতে পালাতে দেশ ছেড়েই পালিয়ে গেল।)



প্রশ্ন: সেই সংকটময় মুহুর্তে কেন জিয়াকে স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করতে নির্দেশ দেয়া হল? জিয়া হয়ত আর্মিতে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু সাধারন মানুষ তাকে কতটা চিনত? শেখ মুজিবই তাকে কতটা জানতেন? শেখ মুজিবের প্রানপ্রিয় নেতাদের মধ্যে স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করার যোগ্য কি কেউ ছিলনা?



- প্রেক্ষাপট স্বাধীন বাংলাদেশ ১৯৭১-১৯৭৫

শেখ মুজিবের অতিপ্রিয় সাঙ্গো-পাঙ্গোরা সেই যে পালালেন, তো পালালেন, ফিরে এলেন একেবারে স্বাধীন দেশে। শেখ মুজিবও বন্দীদশা থেকে মুক্তি পেলেন। সরকার গঠন হল। যারা যুদ্ধের সময় পালিয়ে ছিলেন আর সারা বাংলাদেশকে জ্বলতে দেখে ছিলেন, লাখে লাখে মানুষ মরার গল্প শুনছিলেন তারাই মুজিবের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠলেন। মন্ত্রীপরিষদে তাদেরই জয় জয়কার।



প্রশ্ন:

- শেখ মুজিবের ছেলে আর ভাগিনার দৌরাত্ব ঠেকাতে মুজিব কি পদক্ষেপ নিলেন?

- ব্যাংক লুট করল কে? আর শেখ মুজিব কি এ্যাকশান নিলেন?

- মেজর ডালিমে'র বউ'কে অপহরন করল কে? আর শেখ মুজিব কি বললেন?

- সারা দেশে বাম্পার ফলনের পরেও ১৯৭৪ এর দুর্ভিক্ষের কারন কি?

- "ফরগিভ & ফরগেট" কার স্বার্থে?

- শেখ মুজিব'কে কেন এবং কার স্বার্থে হত্যা করা হল?

- স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা অবিসংবাদিত নেতা শেখ মুজিব সপরিবারে নৃশংসভাবে নিহত হলেন কিন্তু সারা বাংলাদেশে কোথাও কোন আন্দোলন হলোনা। কেন? (যা কিছু মিছিল করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আথচ তিনিই এখন আওয়ামিলীগে নেই। :-) )



নেতা হিসেবে মুজিব যতটা সফল রাষ্ট্রনায়ক হিসেবে ততটাই ব্যর্থ।



জয় বাংলা!







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

কি বোর্ডের মাইর বলেছেন: মরা মানুষরে নিয়া টানা হেঁচড়া করে, বর্তমানের মুজিব পুজারিদের মনে ঘা দিয়ে কি লাভ?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

তীর্থক বলেছেন: টানা হেচরা করি কারন কিছু লোক সত্যরে ডড়ায়। উনার নাম বেইচা নিজেগো আখের গুছায়।

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: banglai beyadober ovab nai. Era sujog paile nijer bapereo gail dite charena. Ei jonneto ei obosta .vul truti niyai manus. Kintu guner prosongsai tara nai, samanno truti pailei baas dey. Tai nijera sob somoy baser upre thake.

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

তীর্থক বলেছেন: জয় বাংলা.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.