![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
ঝরাপাতার গান (Jhora Patar Gaan)
from অতল জলের গান (Otol jOler gaan) by Joler Gaan
lyrics
ও ঝরা পাতা ও ঝরা পাতাগো
তোমার সাথে আমার রাত পোহানো কথাগো
তোমার সাথে আমার দিন কাটানো কথা
হলুদ পাতার বুকে দিলো
সবুজ পাতা চুম্। আর…
শুকনো পাতা নূপুর পায়ে
রুমঝুম… রুমঝুম… রুমঝুম।
একটা পাতার ইচ্ছে হলো
আকাশটাকে ছোঁবে
পাখির সাথে মেললো ডানা
সূর্য উঠলো পূবে।
আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়
পাখিটারে পাতার আজকে
লাগলো ভীষণ ভালো।
ও ঝরা পাতা…
পাতায় পাতায় কাব্য গাঁথা
পাতায় লেখা গান।
শিরায় শিরায় স্বপ্ন আমার
ভীষণ অভিমান।
কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো
আমার বসত অন্ধকারে
তোরা থাকিস ভালো।
যারা গানটি এখনও শোনেননি তার অবশ্যই শুনবেন। আর যারা শুনেছেন তাদের কেমন লেগেছে জানাবেন।
প্রশ্ন: এখানে ঝরা পাতা'কে কি কোনও রুপক ভাবা হয়েছে? কি বা কাকে ঝরা পাতা বলা হয়েছে?
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫২
অপর্ণা মম্ময় বলেছেন: এই এ্যালবামের গানের টিউনটাই অদ্ভুত !
আর এই গানের লিরিক তো অসাধারণ !
পোস্টের ধরণ বেশ মজার - শেষে একটা প্রশ্ন ! ঝরা পাতাকে যতদূর মনে হচ্ছে রুপক হিসেবেই দেখা হয়েছে !
আপনার কি মনে হয়েছে ? রুপক ?