![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
ফেরা
বসে আছো একা
বিকেলের কাঁচা রোদ মেখে
ভিজে যায় আঁচল তোমার
এখনো সজল নয়ন
ভিজে যদি ভিজুক হৃদয়
ভিজে যাক অন্ধকারে
কেউ যেন দেখেনা তোমায়!!!
তার চোখে কাঁজল
জলে ভিজে একাকার
মুছে গেছে কখন যে সিঁথির সিঁদুর
অধরে জলের প্রবাহ
শুকনো ওষ্ঠ যুগল
চুল উড়ে মাতাল হাওয়ায়
শরীর কাঁপে থরথর
আরও আরও হাওয়া লাগুক শরীরে
কালো চুলে ঢেকে যাক মুখ খানি
কেউ যেন দেখেনা তার বিষাদ বদন!!!
সে জীবনের কথা ভাবে
ঝক ঝকে স্মৃতির এ্যালবামে
সেখানে গাঙচিলের আসা-যাওয়া
সময় ছোটে ঘোড়ার পিঠে চড়ে!!!
আজ সব অন্ধকারে ঢাকা
ঝাপসা, কুয়াশাচ্ছন্ন!!!
ঢাকে যদি ঢাকুক সে নারী
ঢেকে যাক ঘন কুয়াশায়
কেউ যেন খুঁজে না পায় তারে!!!
ঐ মুখ আড়াল করে
নিচ্ছিদ্র অন্ধকারে বসে একা
চোখের জলে ভিজে
রূপসী কন্যা
তুমি কার কথা ভাব?????
"এ যেন বুকের খাঁচায় সুখ পাখি পোষ মানানো...........!!!"
নির্লজ্জ প্রেম
বুকে তোমার গোলাপ জবা
অধরে হাসনাহেনা
নয়নে গঙ্গার জল
বিদ্ধস্ত বাসনা।
দু’ ঠোঁটে রুপালি মায়া
হৃদয়ে জোছনা
নির্লিপ্ত ভালবাসা
বিক্ষিপ্ত কামনা।
নির্লজ্জ প্রেম
নির্লজ্জ সাধনা।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
তীর্থক বলেছেন: এবং অসহায় আত্মসমর্পণ।
শুকরিয়া :-)
২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
আলমগীর_কবির বলেছেন: ভাল লাগল।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
তীর্থক বলেছেন: আমারও ভাল লাগল।
৩| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: নির্লজ্জ প্রেম
নির্লজ্জ সাধনা।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
তীর্থক বলেছেন: নির্লিপ্ত ভালবাসা
বিক্ষিপ্ত কামনা।
৪| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: কাব্য ভাল লেগেছে।
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
তীর্থক বলেছেন: আমি ধন্য :-)
৫| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! আপনার নতুন রুপের সাথে পরিচয় হলো আমার !
কবিতায় মুগ্ধতা ! ' তুমি কার কথা ভাবো !!! "
শুভকামনা তীর্থক
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
তীর্থক বলেছেন: ভেজা গামছা থেকে যতটুকু জল শুষে নেয়া যায় আমার কাব্য প্রতিভা তার চেয়ে বেশী না।
কবিতায় মুগ্ধতা মানে আমার ভাল লাগা।
আপনার জন্যও শুভকামনা অপর্ণা।
৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮
মামুন রশিদ বলেছেন: আরও আরও হাওয়া লাগুক শরীরে
কালো চুলে ঢেকে যাক মুখ খানি
কেউ যেন দেখেনা তার বিষাদ বদন!!!
খুব সুন্দর কবিতা । দুটোই ।
++
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
তীর্থক বলেছেন: দুটোই সুন্দর? তাহলে ত আমি অবাক হয়ে গেলাম!
ধন্যবাদ।
৭| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আহমেদ জী এস বলেছেন: তীর্থক,
অনুগ্রহ করে কিছু মনে না করলে বলি- আপনার প্রথম কবিতাটির নাম
" ফেরা" । ফেরা বলতে বোঝায়, একবার দূরে সরে গিয়ে আবার কাছে আসা । কিন্তু কবিতার বক্তব্যে তেমন কিছু দেখা গেলোনা । বরং আপনি পুরো কবিতাতে নায়িকাকে অন্তরালে রাখতে চেয়েছেন যেন কেউ তাকে না দেখে , না দেখে তার বিষাদ বদন , না খুঁজে পায় তারে ।
সেক্ষেত্রে কবিতার নামখানি " অন্তরালবর্তিনী" হতে পারতো কিম্বা "গহীন গোপন কন্যা " হলেও মন্দ হতোনা ।
ভালো লেগেছে । ভালো না লাগলে মন্তব্য করতুম না ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০
তীর্থক বলেছেন: নাম নিয়ে আপনার বক্তব্যের সাথে একমত।
তাহলে নামটা কেন "ফেরা" হল?
ফেরা' হল এইজন্য যে একাকি নারী বসে আছে কারও বিরহ বুকে চেপে ধরে। মেঘ কালো অন্ধকারে, চুলের আড়ালে মুখ লুকিয়ে, বৃষ্টিতে ভিজে সে তার চোখের জল লুকিয়ে রাখতে চায় সবার কাছ থেকে। কিন্তু শেষ লইনে এসে,
ঐ মুখ আড়াল করে
নিচ্ছিদ্র অন্ধকারে বসে একা
চোখের জলে ভিজে
রূপসী কন্যা
তুমি কার কথা ভাব?????
অর্থাৎ বিরহী কন্যা চোখের জলে ভিজে এখনও কারো কথা ভাবে। এখনও ফেরার স্বপ্ন দেখে।
পছন্দ হল? নাকি এখনও গোল্লা :-)
৮| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!!
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫
তীর্থক বলেছেন: শুকরিয়া....
৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১
অনাহূত বলেছেন: ভিজে যদি ভিজুক হৃদয়
ভিজে যাক অন্ধকারে
ভিজে যদি ভিজুক হৃদয়
ভিজে যাক অন্ধকারে
মুগ্ধপাঠ। দারুন লিখেনতো আপনি।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
তীর্থক বলেছেন: আমিও আপনার মুগ্ধতায় মুগ্ধ.....
ধন্যবাদ।
১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
সোমহেপি বলেছেন: প্রথমটায় বেশি ভালোলাগা।
প্রথম লাইনটাই থমকে যাবার মতো।
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২
তীর্থক বলেছেন: ধন্যবাদ। তবে দ্বীতিয়টি মন খারাপ করেছে।
১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ১ম টা ভালা লাগছে
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪
তীর্থক বলেছেন: দ্বীতিয়টা কি বেশি পচা?
ধন্যবাদ।
১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
রোমেন রুমি বলেছেন: সুন্দর!
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
তীর্থক বলেছেন: শুকরিয়া....
১৩| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৬
টুম্পা মনি বলেছেন: চমৎকার।
২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪
তীর্থক বলেছেন: শুকরিয়া।
১৪| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা +++
বুকে তোমার গোলাপ জবা
অধরে হাসনাহেনা
নয়নে গঙ্গার জল
বিদ্ধস্ত বাসনা।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩
তীর্থক বলেছেন: ওয়াও! দ্বিতীয় কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ধন্যবাদ।
১৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রেখে গেলাম।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
তীর্থক বলেছেন: ধন্যবাদ দিয়ে দিলাম।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
বোকামন বলেছেন:
ভিজে যদি ভিজুক হৃদয়
ভিজে যাক অন্ধকারে
ঢাকে যদি ঢাকুক সে নারী
ঢেকে যাক ঘন কুয়াশায়
বিষণ্ণ আত্মসমর্পণ ! .....
কবিতা ভালো লাগলো [১+] ভালো থাকুন লেখক।।