নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

প্রিয়তমা,



কেমন আছো? আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোতে তুমি আমার পাশে ছিলে, সেজন্য তোমাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি সত্যিকারের নারী হয়ে ওঠার জন্য। এই মুহূর্তে আমার শুভেচ্ছা তোমার হৃদয়ের ব্যলকনিতে সদ্য ফোটা লাল গোলাপের সৌরভ ছড়াবে কি না জানি না, তবে কোন এক ক্লান্ত বিকেলের প্রচ্ছন্ন অবসরে একরাশ প্রশান্তির ঝড়ো হাওয়া যদি তোমার মানস পটের উন্মুক্ত ক্যনভাসে সামান্য আচঁরও কেঁটে যায়, তবে নিজেকে সৌভাগ্যবান ভেবে তোমাকে কৃতজ্ঞতা জানাব।



তোমাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এইজন্য যে, আমার মরচে পড়া অতীতের যেখানেই যতটুকু আনন্দের ছিটেফোটা লেগে আছে তার মিইয়ে যাওয়া সৌন্দর্যের প্রসন্ন কপালে এখনও তুমি লাল টিপ হয়েই বসে আছো।



আমার সৌভাগ্য না দূর্ভাগ্য জানি না, একাকীত্বের বিষন্ন প্রহরগুলোতে আমার ভালোমানুষি ধরনের প্রচন্ড একরোখা ইন্দ্রীয়গুলো এখনও কেবল তোমারই স্মৃতি রোমন্থন করে। অবশ্য এক্ষেত্রে আমার ইন্দ্রীয়গুলোকে আমি দোষ দেইনা, কারন, তাতে তোমার মেয়েলি ধরনের ছলনাকে হয়ত আরো বেশি করে প্রকাশ করা হয়ে যায়। কিন্তু কখনো কখনো নিজেকে ঘৃণা করতে বড় স্বাধ জাগে। আমার জায়গায় তুমি হলে কি করতে জানিনা, তবে এটুকু বিশ্বাস করি, আমার মত রাধার অপারধে বোষ্টমী সেজে বনে বনে স্মৃতির ঝুনঝুনি বাঁজিয়ে দুঃখের কেত্ত্বন গাইতে না। অবশ্য গাইতে না তা ই বা বলি কি করে, "নারী, সে ত সহস্র রূপে ধরনীতে পদার্পন করিয়াছে, তাহার প্রকৃত রূপ উদ্ঘাটন করে তাহা কাহার সাধ্যি?"



আমার ঝর্নার মত ছুটে চলা জীবনের গতি কে থমকে দিয়েছ ভেবে কখনো কখনো তোমার উপর ভিষন রাগ হত। আবার ছলনা করেছ ভেবে মাঝে মাঝে প্রতিশোধের নেশাও চেপে যেত ভিতরে। কিন্তু আমি ত জানি, হাজারো শ্রমিকের ঘাম ঝরে তবেই গড়ে ওঠে বিশাল অট্টালিকা। তোমাকে বড় করতে আমার মত অনেকের জীবনে কিছু স্মৃতির পাহাড় জমবে সে ত খুবই স্বাভাবিক। তুমি ত ক্লিওপেট্রা, হেলেন অব ট্রয়ে'র জাতি।



কিন্তু প্রিয়তমা, কি সুখ মিলল এই রূপের অহমিকায়? তোমার জন্য হৃদয়ের বালুকাময় বেলাভুমিতে ভলোবাসার যে বিপনী সাজিয়ে বসে ছিলাম, তাতে কি এমন কোন মনোহরী ছিল না যা তোমার বিলিয়ন- ট্রিলিয়ন মুল্যের ভালোবাসাকে সোনালী তারের ফ্রেমে ক্ষণিকের জন্য হলেও বন্দী করতে পারে?



তোমার জন্য আমার কষ্ট হয় প্রিয়তমা। 'ভালোবাসা' শব্দের মানে তুমি আজও জানলে না! ক্ষনস্থায়ী পৃথিবীর ছলনাময়ী মিথ্যে মায়ায় প্রকৃত প্রেমের আলোকরশ্মি থেকে নিজেকে বঞ্চিত করলে নির্দয়ের মত!!



........................এখানে এখন প্রকৃতি বড় বেশি রূদ্রমনোভাবাপন্ন। অঝোর ধারায় বৃষ্টি ঝরেই চলেছে। জানালার ফাঁক দিয়ে যে প্রকৃতিকে দেখছি তাতে ক্ষনে ক্ষনেই তোমার লাস্যময়ী মুখখানি ভেসে উঠছে। বারেবারে মনে হচ্ছে কোথাও কি তুমি এমনি করেই জানালার গ্রীল ধরে দাড়িয়ে আছো আর মনে মনে ভাবছো, আমারই কথা!!!



ভিজে যায়, ঝরে যায়

সোনার এ যৌবন!!



আজ ভোরের ডাকে নীল অম্বরে হারিয়ে যাওয়া সুতা কাঁটা ঘুড়ির ডানায় ভর করে তোমার জন্য ভালোবাসার যে ডালা পাঠিয়েছিলাম তা তোমার হৃদয়ের আঙিনায় পৌছেছে কি না জানি না, তবে আমার কল্পনার স্বপ্নীল প্রেক্ষাপটে উড়িয়ে দিয়েছে রং বেরংয়ের হাওয়াই জাহাজ!!!



আর একবার চেষ্টা করতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে আর একবার সোজা হয়ে দাড়াতে। মনে হচ্ছে যেন কৃষ্ণ আধারের অতল গহ্বর থেকে ঝলমলে সূর্য একরাশ ভালোবাসার আলোকচ্ছটা নিয়ে উঁকি-ঝুকি মারছে।



"যদি আজ বিকেলের ডাকে কোন চিঠি পাই

কিংবা যদি সে নিজেই এসে থাকে

যদি তার এতকাল পরে মনেহয়

দেরি হোক যায়নি সময়"



প্রিয়তমা, অমাবষ্যার পরেই ত জেগে ওঠে একফালি চাঁদ। হোক সে দ্বীপ্তিহীন। কাল কিংবা পরশু কিংবা আরও দু'একদিন পরে সে ত তার উজ্জলতা প্রকাশ করবেই। সুপ্ত হলেও আগুন ছাইয়ের নিচে চাপা থাকে কতক্ষন?



আমার অতীত অন্ধকার হতে পারে, অন্ধকার হতে পারে আমার বর্তমানও। কিন্তু আমার ভবিষ্যত তুমিই ত করতে পারো দ্বীপ্তিময়। ঐ দূরে ঢং ঢং শব্দে যে মায়াবী ঘন্টা বাঁজছে আমি যদি তাতে তোমার আগমন ধ্বনী শুনতে পাই তবে কি তা খুব বেশি দোষের হবে???



আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা।

আমি তোমাকেই চাই।

যেন তোমাকেই পাই।

এইবার এসো!!!



উৎসর্গ: যার জন্য এগারো বছর ধরে চোখ চেয়ে জেগে আছি......

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

নিয়ামুল ইসলাম বলেছেন: :( :(

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

তীর্থক বলেছেন: মন খারাপ করার কিছু নাই বস্। এইসব সমীকরনের ভিতের দিয়েই কেটে যার জীবন!!!

২| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে লেখাটা।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

তীর্থক বলেছেন: তাহলে নিশ্চয়ই সুন্দর হয়েছে :-)

অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

মামুন রশিদ বলেছেন: আমার মরচে পড়া অতীতের যেখানেই যতটুকু আনন্দের ছিটেফোটা লেগে আছে তার মিইয়ে যাওয়া সৌন্দর্যের প্রসন্ন কপালে এখনও তুমি লাল টিপ হয়েই বসে আছো।


এগারো বছরের অপেক্ষার শীঘ্র অবসান হোক ।

শুভকামনা ।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

তীর্থক বলেছেন: ধন্যবাদ মামুন ভাই........

অপেক্ষার অবসান চাইছে কে?

৪| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

তীর্থক বলেছেন: তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে :-)

অনেক ধন্যবাদ।

৫| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: মুগ্ধ করা চিঠি!

তাকে পড়ালেই প্রতীক্ষার অবসান হবে নিশ্চয়!

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২

তীর্থক বলেছেন: ধন্যবাদ।

তাকে পড়ানোর সুযোগ পেলে নিস্চয়ই পড়াব তাতে প্রতীক্ষার অবসান হোক বা না হোক।

৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর। সেই সঙ্গে উনিশ শতকীয় একটা সুবাসও আছে। আছে কিছু বানানের বাড়াবাড়িও।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩০

তীর্থক বলেছেন: ধন্যবাদ।

বানানের বাড়াবাড়িটা অনিচ্ছাকৃত। কিছু স্বল্প বিদ্যা আর কিছু টাইপো।

৭| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৩

বৃতি বলেছেন: যাকে উৎসর্গ করে এই সুন্দর কথাগুলো লিখেছেন তার কাছে এর খবর পৌঁছে যাক । শুভকামনা আপনার জন্য ।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

তীর্থক বলেছেন: ধন্যবাদ।

৮| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: নিঃসন্দেহে সুন্দর একটা চিঠি।

একটু কষ্ট করলেই আপনার বানান সমস্যার সমাধান সম্ভব আগেও বলেছি। সে যাই হোক ,

তবে কোন এক ক্লান্ত বিকেলের প্রচ্ছন্ন অবসরে একরাশ প্রশান্তির লু-হাওয়া যদি তোমার মানস পটের উন্মুক্ত ক্যনভাসে সামান্য আচঁরও কেঁটে যায়, তবে নিজেকে সৌভাগ্যবান ভেবে তোমাকে কৃতজ্ঞতা জানাব।
[/si

--- এখানে একটু লক্ষ্য করুন।

লু - হাওয়া ( গ্রীষ্মকালের এক প্রকার প্রচণ্ড দাবদাহের ফলে সৃষ্ট বাতাস , যা ভীষণ উত্তপ্ত এবং বালি ওড়ে ) বলতে যা বোঝায় সেখানে বিকেলের নরম একটা ভাবের সাথে প্রশান্তি শব্দের সামঞ্জস্য যতটা মধুর , ঠিক ততটাই বিপরীত এই " লু - হাওয়া " শব্দের ব্যবহার ।

এখানে একটু মনোযোগ দিলে ভালো হবে।

এই লাইনটা সুন্দর খুব --

বারেবারে মনে হচ্ছে কোথাও কি তুমি এমনি করেই জানালার গ্রীল ধরে দাড়িয়ে আছো আর মনে মনে ভাবছো, আমারই কথা!!!

তাই আমি বলবো এর পরের দুই লাইনও এখানে ঠিক খাপ খায় না --

ভিজে যায়, ঝরে যায়
সোনার এ যৌবন!!

কারণ আমার মনে হয়েছে এখানে একজনের পিয়াসী মনের আর্তি বা অতৃপ্তি প্রকাশ পেয়েছে। সেখানে এ লাইন দুটি বেমানান মনে হয়।

অনেক কিছু বলে ফেললাম। এবার অভ্র ইন্সটল করেন, লিখতে থাকেন ।
ভালো থাকেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

তীর্থক বলেছেন: লু- হাওয়া' অর্থ আমি ভুল জানতাম। ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। লু- হাওয়া'র পরিবর্তে ঝড়ো হাওয়া করা হয়েছে।

বারেবারে মনে হচ্ছে কোথাও কি তুমি এমনি করেই জানালার গ্রীল ধরে দাড়িয়ে আছো আর মনে মনে ভাবছো, আমারই কথা!!!

তাই আমি বলবো এর পরের দুই লাইনও এখানে ঠিক খাপ খায় না --

ভিজে যায়, ঝরে যায়
সোনার এ যৌবন!!

আসলে এটা ঠিকই আছে, কারন, কথক অপেক্খায় পথ চেয়ে বসে আছে আর ভাবছে তার প্রিয়তমাও হয়ত তার মতই পথ চেয়ে বসে আছে। কিন্তু সে অপেক্ষার শেষ হয়না।

ভিজে যায়, ঝরে যায়
সোনার এ যৌবন!!

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

৯| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার ঝরঝরে একটা লেখা পড়লাম...

ধন্যবাদ..

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

তীর্থক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!

১০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অপেক্ষার অবসান হোক।
শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

তীর্থক বলেছেন: ধন্যবাদ! এই অপেক্ষার কোনও শেষ নেই।

১১| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: চিঠি পাঠে মুগ্ধতা! !!

।অপেক্ষার অবসান হয়ে গেলে ত আমরা এমন চিঠি পড়তে পাবো না 8-| বরং লেখা চলুক , , , , . ,

শুভকামনা

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

তীর্থক বলেছেন: ধন্যবাদ। আপেক্ষার সাথে ভালোবাসা!

১২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


চিঠি পড়ে দারুণ লাগল। +++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪

তীর্থক বলেছেন: অনেক ধন্যবাদ!

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

বোকামন বলেছেন:
অপেক্ষা সুন্দর, অপেক্ষা ভালোলাগার, থাক না কিছু সাময়িক বিরহ/কষ্ট। অপেক্ষার প্রাপ্তি সব পুষিয়ে দিবে।।

চমৎকার লেখাটিতে ভালোলাগা জানালুম। ভালো থাকুন লেখক।।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

তীর্থক বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো।

ধন্যবাদ!

কিছু কিছু অপেক্ষার কোনও শেষ থাকেনা। বুকের ভিতরে লালন করতে করতে এক সময় সেই অপেক্ষার সাথে ভালোবাসা হয়ে যায়।

১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮

আম্মানসুরা বলেছেন: :( :( :(

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

তীর্থক বলেছেন: মন খারাপ কেন? মন ত খারাপ হইব আমার।

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: মনকারা চিঠি। তিনি পড়লে পাগল হয়ে যেতেন।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

তীর্থক বলেছেন: পাগল হলেও আমি তাকেই ভালবাসতাম.....................

১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪

মামুন রশিদ বলেছেন: View this link

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২১

তীর্থক বলেছেন: দারুন ভালো লাগা। সম্মানিত বোধ করছি।

অনেক ধন্যবাদ!

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমাকে বড় করতে আমার মত অনেকের জীবনে কিছু স্মৃতির পাহাড় জমবে সে ত খুবই স্বাভাবিক। তুমি ত ক্লিওপেট্রা, হেলেন অব ট্রয়ে'র জাতি।
এ কথাটা ভালো লাগলো।

কিছু জায়গায় উপমা ও বিশেষণের আধিক্য রয়েছে, ফলে সাবলীলতা হ্রাস পেয়েছে। অলঙ্কার এমন জিনিস, যার বাহুল্য সালঙ্কারার সৌন্দর্য ক্ষুণ্ণ করে তোমার জন্য হৃদয়ের বালুকাময় বেলাভুমিতে ভলোবাসার যে বিপনী সাজিয়ে বসে ছিলাম, তাতে কি এমন কোন মনোহরী ছিল না যা তোমার বিলিয়ন- ট্রিলিয়ন মুল্যের ভালোবাসাকে সোনালী তারের ফ্রেমে ক্ষণিকের জন্য হলেও বন্দী করতে পারে?

বানানের ব্যাপারটা আমি আপাতত কিছু বলতে চাইছি না, কারণ ভুলের মাত্রা এতো বেশি যে এর পেছনে লেগে থাকলে আপনার লেখালেখির গতি খুব মন্থর হয়ে যেতে পারে। তবে একটু সতর্ক হোন।

শুভ কামনা।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: আমার অতীত অন্ধকার হতে পারে, অন্ধকার হতে পারে আমার বর্তমানও। কিন্তু আমার ভবিষ্যত তুমিই ত করতে পারো দ্বীপ্তিময়। ঐ দূরে ঢং ঢং শব্দে যে মায়াবী ঘন্টা বাঁজছে আমি যদি তাতে তোমার আগমন ধ্বনী শুনতে পাই তবে কি তা খুব বেশি দোষের হবে???
[/sb
না হবে না ।

অনেক ভাল লাগল লিখাটা । আবেগীয় প্রকাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.