![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
টি20 বিশ্বকাপ'এর জন্য আমার সেরা এগার:
1) তামিম ইকবাল
2) এনামুল হক
3) শামসুর রহমান
4) মমিনুল হক
5) মুশফিকুর রহিম (অধিনায়ক)
6) সাকিব আল হাসান
7) নাসির চৌধুরী
8) জিয়াউর রহমান
9) সোহাগ গাজী
10) মাশরাফি বিন মরতুজা
11) আল আমিন
আমি বিশ্বাস করি যে যদি এই দলটি খেলে তাহলে আমরা চুড়ান্ত পর্বে খেলতে ত পারবই যে কোন দলকেই হারাতে পারি।
জয় বাংলা।।।
১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
তীর্থক বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো দল করেছেন। আপনার সাথে সহমত।
১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
তীর্থক বলেছেন: ধন্যবাদ। বোর্ড কি করে দেখা যাক।
৩| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২
বেকার সব ০০৭ বলেছেন: আপনার সাথে সহমত।
১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
তীর্থক বলেছেন: ধন্যবাদ। বোর্ড কি করে দেখা যাক।
৪| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬
rubelboss বলেছেন: আপনার দলটা ফরমালিন মুক্ত মানে নির্ভেজাল!
৫| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: একমত ।
৬| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: একাদশ ভাল হয়েছে ।
৭| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫
রাজীব বলেছেন: মিয়া ফাইজলামী করেন??
জয়া বাংলা কইছেন আবার জিয়াউর রহমান রে দলে রাখছেন????
ওরে কন নামটা চেন্জ করতে।
৮| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: জিয়াউরকে টীম থেকে বাদ দেওয়া হয়েছে মনে হয়। ব্যাপারটা ভাল লাগল না।
৯| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫
বশর সিদ্দিকী বলেছেন: নামটাই মনে হয় জিয়াউরের কাল হইছে। আমাদের হাম্বারা জিয়া নাম শুনলে আর শান্তিমত হাগতে পারেনা। তাই জিয়াউরকে বাদ দিছে।
১০| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সহমত !
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দল পছন্দ হইছে !