![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
১) ছেলে: বাবা, আর্জেন্টিনা কবে বিশ্বকাপ জিতছিল?
বাবা: ছোটো বেলায়?
ছেলে: কার ছোটো বেলায়?
বাবা: আমার দাদার
২) ছেলে: বাবা, আমি তো আর্জেন্টিনার সাপোর্ট করতে করতে বুড়া হইয়া গেলাম কিন্তু বিশ্বকাপ জিততে পারলাম না...
বাবা: তর দাদায়ও এই দুক্ষ নিয়াই মরছেরে বাপ
৩) ছেলে: বাবা, তুমি কি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখছ?
বাবা: হ দেখছি।
ছেলে: কবে?
বাবা: কালকে, ইউটিউবে
৪) ছেলে: বাবা, কি নিয়ম করলে আর্জেন্টিনাও বিশ্বকাপ জিততে পারে?
বাবা: ফিফা যদি হাত দিয়া গোল দেয়ার নিয়ম করে।
ছেলে: কিন্তু ১৯৮৬ তে ত হাত দিয়া গোল দেয়ার নিয়ম ছিলনা তবুও ত ম্যারাডোনা হাত দিয়া গোল দিয়া বিশ্বকাপ জিতছে।
বাবা: কই ১৯৮৬ আর কই ২০১৪। ২৮ বছরে প্রযুক্তি ক......ই... গেছেগা।
ছেলে: তাইলে তো অন্যরাও হাত দিয়া গোল দিব।
বাবা: হি হি, অরা ১১ জনে হাত দিয়া গোল দিব আর আর্জেন্টিনা ১৪ জনে
৫) ছেলে: বাবা, ব্রাজিল ৭আপ খাইল তাই অগরে কাপ ধরতে দিল না। আর আর্জেন্টিনা থাম্বস আপ খাইল (১ গোল) তবুও অগরে কাপ ধরতে দিলনা কেন?
বাবা: ফুটবলে আল্লাহ্র আইন চলেরে বাবা... দানে বাড়ে.......
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩
তীর্থক বলেছেন:
২| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২০
ভুক্তভোগী বলেছেন: ফুটবলে আল্লাহ্র আইন চলেরে বাবা... দানে বাড়ে.......
চরম হইছে বস....।
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩
তীর্থক বলেছেন:
৩| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: আমার কলিগ আমারে তো জ্বালাইয়া খাইলো! আপনার এই পোস্টের লিঙ্ক তাই ওর ইনবক্সে দিছি। হাহহাহা
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪
তীর্থক বলেছেন: হা হা হা
৪| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: খারাপ লাগে নি।
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪
তীর্থক বলেছেন:
৫| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮
rakibmbstu বলেছেন: +++++++
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
তীর্থক বলেছেন:
৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৯
সায়েম মুন বলেছেন: হ হাসির খোরাক জোগাইছেন। হাসলাম খানিক।
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
তীর্থক বলেছেন:
৭| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন:
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬
তীর্থক বলেছেন:
৮| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন:
অনেকদিন পর আসলেন । কেমন আছেন?
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭
তীর্থক বলেছেন: ভালো আছি! ভালো লাগলো যে মনে রেখেছেন
৯| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন:
কেমন আছেন?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
তীর্থক বলেছেন: ভালো আছি
১০| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৫
দরকার বলেছেন: Euro2016 খেলা সম্পরকে জানতে এই ওয়েব সাইট ভিজিট ক্রুন Euro2016 Euro2016 খেলা সম্পরকে জানতে এই ওয়েব সাইট ভিজিট ক্রুন Euro2016
১১| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬
চড়ুই বলেছেন: বলার ভঙ্গি ভালো ছিল।