![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
মানবতা বিরোধী অপরাধের প্রধান কুষিলব গোলাম আযম কে জীবিত অবস্থায় বিচারের সুযোগ আমাদের ছিল। কিন্তু সেই সুযোগ আমরা নিতে পারিনি। এবার আল্লাহ নিজ হাতে সেই দায়িত্ব নিলেন।
ঘরে ঘরে মিষ্টি বিতরণ হওয়াই উচিৎ!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: রাজাকারদের নিয়ে একটা 'দুঃসহ স্মৃতি' স্তম্ভ / ঘৃণ্য স্তম্ভ নির্মাণ করা হোক , যেখানে সাধারণ জনগণ ঐ সব রাজাকার স্তম্ভ/মুর্তির গয়ে পাথর ছুঁড়ে মারা জাতীয় কিছু করতে পারবে এবং নতুন প্রজন্ম এইসব রাজাকারদের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা পাওয়ার আরও একটি উৎস পাবে ।