![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
ধরে নেই বিএনপি অবরোধ-হরতাল তুলে নিল। তাহলে কি হবে?
১) সরকার বরাবরের মতই বিএনপি'কে সমাবেশ করতে দেবে না।
২) ২০১৯ এ আবার একটা নির্বাচন হবে ২০১৪'র ৫ই জানুয়ারীর মত (ভোটার বিহীন)।
তাহলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি পাবে? আর সাধারন নাগরীক হিসেবে আমরা উন্নয়নের নামে গনতন্ত্রকে গলা টিপে হত্যা করা ছাড়া আর কি পাব?
উত্তর হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকান্ড "ক্রস ফায়ার"।
জয় বাংলা.........
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
তীর্থক বলেছেন: গ্রেনেড হত্যা মামলা আওয়ামী লীগ শেষ করছেনা কেন?
রাজাকারদের গাড়িতে প্রথম পতাকা দিয়েছে কে?
২০১৩ সালে যে সন্ত্রাস হয়েছিলো তা এবং আজকে যে সন্ত্রাস হচ্ছে তার কারন ত একই। তখনও সরকার আজীবন খমতা ধরে রাখার নীল নকশা করেছিল এখনও তাই।
আজকের এই সন্ত্রাসের জন্য সরকারের সৈরাচারী মনোভাবই দায়ী।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র সময়ে গণতন্ত্র ছিল না; গণতন্ত্রের গলা থাকে না; যা ছিল না, উহাকে কেহ হত্যা করতে পারে না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
তীর্থক বলেছেন: ঠিক তাই । বিএনপির সময় গনতন্ত্র ছিলনা বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আর আওয়ামী লীগ তার প্রতিদান স্বরূপ জাতিকে দিয়েছে ২০১৪'র ৫ই জানুয়ারীর মত একটি ভোটার বিহীন নির্বাচন। আর উন্নয়নের নামে জনগনের ভোটাধীকার কেরে নিয়ে করেছে গনতন্ত্রকে গলা টিপে হত্যা ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: তারমানে আপনি বলতে চান বিএনপি বাঁচলে গণতন্ত্র বাঁচবে। সরাসরি বললেই হয়!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
তীর্থক বলেছেন: গনতন্ত্র তখনই বাঁচবে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার চিন্তা মাথা থেকে বাদ দেবে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
ফা হিম বলেছেন: তাহলে সাধারণ মানুষ তারেক চোরা এবং জামাইত্যার হাত থেকে দূরে থাকতে পারবে। মন্দের ভালোর মত থাকা আর কি। ক্লিয়ার?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩
তীর্থক বলেছেন: তারেক চোরার ত রিপ্লেসমেন্ট আমরা পেয়েগেছি। তাইনা?
জামাতের হাত থেকে কেমনে মুক্তি পাইব রে ভাই, আওয়ামী লীগ যদি দেশ জামাত মুক্ত করতে চাইত তাইলে কবেই জামাতের রাজনীতি নিষিদ্ধ কইরা দিত। সব আই ওয়াশ । জামাত না থাকলে রাজনীতি করব কি নিয়া? এরশাদের নারী কেলেঙ্কারি নিয়া?
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'কে রাজনীতিতে ফিরতে হলে, নিজের চেস্টায় গ্রেনেড হত্যা মামলা শেষ করতে হবে; কোন কারণে রাজাকারদের মন্ত্রী বানায়েছিল; কি কারণে ২০১৩ সালে সন্ত্রাস করেছিল, শিবিরের তান্ডবে যুক্ত হয়েছিল; সবকিছু জাতির সামনে পরিস্কার করতে হবে।