![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
- ঐ ছেড়ি তোর চলন বাঁকা
- চলন নয়, মোর গতর বাঁকা!
- ছেড়ি, তোর ত কথাও বাঁকা
- না, না আমার ঠোট যে বাঁকা!
- তুই ত ছেড়ি বকিস বেশি,
হাসিস যে খুব গা দুলিয়ে
- মা বলে, তুই সর্বনাশী
ঐ হাসি তোর মুন্ডু খাবে!
- আচ্ছা, তোর নাম কি কলমি লতা?
লোকে বলে
- কলমি লতা? ভুলে গেছি, হয়ত ছিল
কোন কালে!
- শাড়ি তোকে মানায় ভালো
বয়স তোর কত হল?
- শরীরটাকে পেঁচিয়ে রাখি
বয়সটা যে মিষ্টি ষোল!
- তুই বুঝি খুব দস্যি ছিলি?
ঐ যে কত কাঁটা ছেড়া
- এই এখানে বুকের কাছে?
আরো আছে, দেখবি, দাড়া!
- অন্ধকারে ভাল্লাগে না
যাবি? নতুন জামা দেব
- জামা, জুতা, লিপস্টিক?
আয়না চুড়ি তা ও নেব!
- সত্যি যাবি? আয় চল তবে
এ জায়গাটা নোংরা পঁচা আমার ভিষন ঘেন্না লাগে
- আমার ও খুব বিশ্রি লাগে
ল্যাম্পপোষ্টের আড়ল থেকে হায়নাগুলো তাকিয়ে থাকে!
- কি হল? দাড়ালি কেন?
পথ ত সবে শুরু হল
- এই পথটা অনেক চেনা
অন্য পথে নিয়ে চল!
- হাতটা ধরি? কোমরটাও?
বুকটা তোর ঢেউয়ের মত
- এইখানে না, একটু নিচে
ঐখানেতেই হৃদয় আছে!
- থাকবি ক'দিন? আমার কাছে?
নতুন একটা নাম দেব তোর
নতুন একটা শাড়িও দেব
নতুন একটা বর্ণমালায়
নতুন করে সাজিয়ে তোকে
জলছবিতে বাঁধিয়ে দেব!
- ঐ ওখানে সবই আছে
নাম না জানা ফুলের গন্ধ
পাখির যত কলকলানি
রংধনু সাত রঙের ছোয়া
ঝর্নাধারা নুপুর পায়ে
টুপ টুপ টুপ বৃষ্টি ভেজা!
- ঐ ছেড়ি, তোর দেমাগ ভারি?
আমি কি খুব চাইছি বেশি?
রোজ সকালে পুঁজো দিবি
সাঝের বেলায় আলো দিবি
আর,
শরীরেরও ত দাবী আছে
পুরুষ মানুষ শরীর বোঝে!
- নারীও ত শরীর খোঁজে
বুকের ভিতর, বাহুর ভাজে!
কিসের পুঁজো, কিসের আলো?
সাপের মত পুরুষগুলো
অন্ধকারে জাপটে ধরে
শরীরটাকেই পুঁজো করে!
- হয়নি কেন বিয়ে তবে?
কেউ কখনো চায়নি তোকে?
বিয়ে হলে স্বামী হত
বছর বাদে কোল জুড়িয়ে
মিষ্টি একটা ছেলে হত!
- বিয়ে সেত হচ্ছে রোজই
যাদের কাছে গতর বেঁচি!
ছেলে হলে পুরুষ হবে
আমার মত কোন নারীর
শরীরটাকে পুঁজো দেবে!
- ঠিক আছে যা চাই না তোকে
ঐ ওখানে অনেক পাবো!
- আমিও তোমায় নিচ্ছি না ত
এ জনম ত চলেই যাবে
অন্ধকারে, এমনি ভাবে
আর একটা চাই নতুন জনম
সেই জনমে পুরুষ হব
তুমি হবে আমার নারী
এমনি করে তোমার শরীর
বাঘের মত খুবলে খাব!!!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
তীর্থক বলেছেন: ওরা আসলে কারা?
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
তীর্থক বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
ভাবুক কবি বলেছেন: দারুণ ছন্দনীয় ছড়া
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯
তীর্থক বলেছেন: ছড়া? হবে হয়ত! ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
সাদা মনের মানুষ বলেছেন:
আমিও তোমায় নিচ্ছি না ত
এ জনম ত চলেই যাবে
অন্ধকারে, এমনি ভাবে
আর একটা চাই নতুন জনম
সেই জনমে পুরুষ হব
তুমি হবে আমার নারী
এমনি করে তোমার শরীর
বাঘের মত খুবলে খাব!!!!!
..........ওদের মনে এমন ক্ষোভ থাকাটা অস্বাভাবিক নয়, লেখনি বেশ সাবলীল।