![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
আমি কখনো ডাক্তার হতে চাইনি
নাড়ি দেখা, পালস দেখা কিংবা কাটাকাটি
রক্ত!
আমি ভাবতেই পাড়িনা
আমার গা শিউরে ওঠে
আমি ডাক্তার হতে চাই না!!
অথচ কি অদ্ভুত দেখ
আমি এখন ডাক্তার হতে চাই
শুধু তোমার জন্য
যদি তুমি আসো
শুধু একবার
দু'চোখ ভরে দেখব তোমার রুপ
যতটা দেখা যায়
সাপ হয়ে ছোবল দিব তোমার আঙুর লতায়
কিংবা ডুব দিব অথৈ জলে
যতক্ষন আছে প্রান!!
ব্যাথাটা ঠিক কোথায়, বোঝা যাচ্ছে না
বুকে সবসময় ধুকপুক ধুকপুক করে
অস্থির লাগে
আমি কি তবে আর বাঁঁচব না?
ডাক্তার, আমি বাচতে চাই
আমাকে বাচাও!
তোমাকে যেদিন বটতলায় প্রথম দেখি
পুতুলের মত
না না পরির মত, কিংবা.....প্রতিমা?
কি যে অপুর্ব লাগছিল তোমায়
রুপ যেন গলে গলে পড়ছিল
সকালের সোনালি আলোকচ্ছটায়
তুমি অপরূপা,
তুমি মায়াবতী,
তুমি স্নিগ্ধ শিশিরকনা!
সেই থেকেই পথ চেয়ে বসে আছি
তুমি আসবে
আমার কাছে
ভালোবাসবে
আর আমি ঘাস ফরিং হয়ে নেচে বেড়াব
তোমার চারপাশে
কিংবা জোনাকি হয়ে অন্ধকারে
সাদা আলোয় জড়িয়ে ধরব তোমার পা!!!
তুমি এলে না!
সত্যি সত্যিই তুমি এলেনা!
আর জানলেও না
একদিন শুধু তোমার জন্য আমি ডাক্তার হতে চেয়েছিলাম!
শুধু তোমাকে ভালোবেসে!!!
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
তীর্থক বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
নেয়ামুল নাহিদ বলেছেন: কিংবা জোনাকি হয়ে অন্ধকারে
সাদা আলোয় জড়িয়ে ধরব তোমার পা!!!
সবটাই ভালো লেগেছে
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
তীর্থক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো লিখেছেন।