![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
এখন আর কবিতা লিখিনা
কবিতার স্মৃতিচারণ করি,
কবিতার স্বপ্ন দেখি!!
যখন খুব কবিতা লিখতাম
জানি কিছুই হত না
তবু কেমন যেন সুখানুভূতি হত
রন্ধ্রে রন্ধ্রে, শিরায়-উপশিরায়, ধমনীতে!
আচ্ছা, আমি কি কবি?
ছিলাম কিংবা হতে পারতাম?
কবিরা কেমন হয়?
লম্বা? মোটা? সাদা কিংবা কালো?
মুখ ভর্তি দাড়ি, কাধে ঝোলা ব্যাগ, হাতে আধ পোড়া সিগারেট,
উদাস চোখে চেয়ে থাকে আকাশের দিকে?
আমার একটা প্রেমিকা ছিল
ভাবতে ভালো লাগে, মেয়েটা আমায় ভিষন ভালবাসত
ওর আঙুলে আঙুল ছুঁয়ে,
কপাল ছুঁয়ে,
গাল ছুঁয়ে,
ঠোঁট ছুয়ে,
চিবুক ছুঁয়ে,
বুকের আচল সরিয়ে.......এলোমেলো!!!
ওর বুকে ঠোঁট ছোঁয়াতেই কি যেন হয়ে গেল
আমি আর কবি হতে পারলাম না
আমার কবিতারা আর ডানা মেলে না
আমার শব্দগুলো কেমন ছন্নছাড়া
আমি ভুলেই গেলাম একদিন আমি কবি ছিলাম
অন্তত হতে চেয়ে ছিলাম!
আমার কবিতা
আমার কবি স্বত্বা
কবিতার প্রতি আমার অনুরাগ
কবির প্রতি আমার শ্রদ্ধা
আজ আর অনুভব করি না
কিছুই আর অবশিষ্ট নেই!!!
আমি ভালো আছি
কবিতা তোমায় ছুটি!!!
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
তীর্থক বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১
ব্লগ মাস্টার বলেছেন: অসাধার ধারণ ক্ষমতা আপনার লেখায় ।ভালো লাগল।
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
তীর্থক বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
আহা রুবন বলেছেন: চমৎকার!খুব ভাল লাগল ।
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
তীর্থক বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: আরও ভালো কবিতা চাই।
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
তীর্থক বলেছেন: রবীন্দ্রনাথের কোন একটা কবিতা কপি করে দিতে পারি, দিব
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯
ধ্রুবক আলো বলেছেন: কবিরা সাধারণ মানুষের মতই তবে জ্ঞান সীমাহীন।
কবিতা বেশ ভালো লাগলো +