নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগঃঃ রেকর্ডের সপ্তাশ্চর্য!!!

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

ভেবে দেখলাম আওয়ামীলীগ মানেই জাতীয় এবং আন্তর্জাতিক রেকর্ড। আওয়ামীলীগ যে রেকর্ড করে তা কেবল আওয়ামীলীগই ভাঙতে পারে, আর কারো সামর্থ নাই সেই রেকর্ড ভাঙারঃ

১) আওয়ামীলীগের আমলে বাংলাদেশে যত বড় দুর্বিক্ষ হয়েছে তা জাতীয় রেকর্ড!

২) আওয়ামীলীগের আমলে বাংলাদেশে যতবড় শেয়ার কেলেংকারী হয়েছে তা জাতীয় রেকর্ড ত বটেই কারো কারো মতে বিশ্ব রেকর্ডও বটে :)

3) আওয়ামীলীগের আমলে একদিনে যত সেনা কর্মকর্তা হত্যা হয়েছে তাও জাতীয় রেকর্ড এবং কেউ কেউ বলেন এটাও বিশ্ব রেকর্ড কারন বিনা যুদ্ধে এত সেনা কর্মকর্তা হত্যা নাকি বিশ্বের কোথাও কোনদিন হয় নাই!

৪) আওয়ামীলীগের আমলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনাও নাকি বিশ্ব রেকর্ড, জাতীয় রেকর্ড ত বটেই :)

৫) আওয়ামীলীগের আমলে বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান এবং একদিনে যত বিদেশি হত্যা হয়েছে তা ও জাতীয় রেকর্ড, বিশ্ব রেকর্ড কি না তা ঠিক জানা যায় নাই!

৬) আওয়ামীলীগের আমলে বাংলাদেশে একটি ভবন ধ্বসে যত মানুষ মারা গেছে তাও জাতীয় রেকর্ড!

৭) আওয়ামীলীগের আমলে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি ব্যাংক লুটের যে রেকর্ড হয়েছে তা বিশ্ব রেকর্ড কি না তা যাচাই বাছাই করা হচ্ছে তবে তা যে জাতীয় রেকর্ড সে ব্যপারে কোন সন্দেহ নাই :)

তাছাড়া সোনার ওজন কমা, কয়লা লুট, সাংবাদিক দম্পতী হত্যা, শিশু হত্যা, ধর্ষন এবং বিচারপতি অপসারণ ইত্যাদিতে বাংলাদেশ এখন অনেক সাবলীল, আপডেটেড এবং বিশ্বের যে কোন দেশের সাথে কমপিট করা যোগ্যতা রাখে!

আওয়ামীলীগ মানেই নতুন রেকর্ডের প্রতিশ্রুতি, আওয়ামীলীগ মানেই বিষ্ময়! জাতীয় রেকর্ডের যে সপ্তাশ্চর্য আওয়ামীলীগের আমলে হয়েছে তা আজীবন অমিলিন থাকুক, সে প্রত্যাশাই করি!

জয় বাংলা! জয় আওয়ামীলীগ!!!!!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: আওয়ামীলীগ মানেই তো রেকর্ড, তবে নিচের দিকে।

২| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

ক্স বলেছেন: এসব ফালতু বকবক এখন করে লাভ কি? ২০০৮ সালের নির্বাচনে নৌকার জোয়ারে যখন গণতন্ত্র, বাক স্বাধীনতা, অধিকারের আন্দোলন সব ভেসে যায়, তখন কই ছিলেন?

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

তীর্থক বলেছেন: আপনে কই ছিলেন দাদু, খাম্বা বানিজ্য করছেন?

৪| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: বিজন রয় বলেছেন: আওয়ামীলীগ মানেই তো রেকর্ড, তবে নিচের দিকে।

তাহলে তারা যে বলেন দেশ উন্নয়নের মহাসড়কে !!!

৫| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

পদ্মপুকুর বলেছেন: ভালোতো, ভালো না?

৬| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

হাঙ্গামা বলেছেন: খুব বালা, অহন শিন্নি রাইন্ধা খান।
কামের বেলায় নাই, পারেন খালি ব্লগে পইড়া কান্দাকাটি করতে।

৭| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

একাল-সেকাল বলেছেন: ২০০৮ সালের নির্বাচনে
১, ডিজিটাল বাংলাদেশ
২।, দিন বদলের সনদ
এই দুইটি বীজের ফসল আমরা এখন ঘড়ে তুলছি

৮| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

সাইন বোর্ড বলেছেন: এসব রেকর্ড তো এমনি এমনিই অাসেনি; চোখে জল, কালো হিযাব, হাতে তসবি, নাকে খত.......উনারা ভুলে গেলে তো অার দেশের মানুষ ভুলতে পারেনা !

৯| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

তীর্থক বলেছেন: হাঙ্গামা, কামটা আপনে করছিলেন, দাদু?

১০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৯

বরুন মালাকার বলেছেন: জনাব, রাসেল সেন্চুরী ভুলে গেলেন? সোনার ছেলেদের অর্জন গুলো কোথায় যাবে?

১১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

তীর্থক বলেছেন: জাতীয় রেকর্ড কি সেঞ্চুরী নাকি ডাবল সেঞ্চুরী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.