![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
আমি কাব্যওয়ালা ভাই
আমার খুশির সীমা নাই
মেঘের উপর সাত আসমানে ঘর বেঁধেছি তাই!
আমি জলের উপর ভাসি
আমি বৃষ্টি দেখে হাসি
মেঘ গুরগুর শব্দ আমি বড্ড ভালোবাসি!
আমি সাঁঝ আকাশের তারা
আমি মুক্ত বাঁধনহারা
বৈশাখি ঝড় বাউন্ডুলে দস্যি ছন্নছাড়া!
আমি ছন্দ নিয়ে খেলি
আমি কাব্য গড়ে চলি
রঙিন শুতোয় শব্দ গেঁথে হাওয়ায় ডানা মেলি!
আমি লাজুক মেয়ের চোখে
যাই ফুলের সুবাস মেখে
আঁচল টানা বুকের ভিতর আল্পনা দেই এঁকে!
আমি বৃষ্টি হয়ে ঝড়ি
আমি পাখির মত উড়ি
চাঁদের গায়ে হেলান দিয়ে রবীন্দ্রনাথ পড়ি!
আমি কৃষ্ণ চরণ দাসী
আমি রাধার মিষ্টি হাসি
সাঁপের ফণায় বসে আমি বাজাই শ্যামের বাঁশি!
আমি গাঁয়ের চপলা নারী
আমি হাতের কাঁকন চুড়ি
কাঁদামাটি লেপটে আমি প্রেমের প্রতীমা গড়ি!
আমি ভাসি ডিঙি নায়
আমি নাঁচি আদুল গায়
রামধনুর রঙ ছড়িয়ে আলতা পড়ি পা'য়!
আমি পদ্ম পাতায় জল
আমি হাওয়ায় টলমল
হরিনী নয়ন কোনে আমি জল ছলছল!
আমি যা খুশি তাই করি
আমি ভাঙি আবার গড়ি
সকাল বিকেল সন্ধে আমি কাব্য ফেরি করি!
কাব্য আছে....... কাব্য...........
লাগবে কারো, চঞ্চল, এলোমেলো কাব্য.........
২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
তীর্থক বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ভরপুর আনন্দ পেলাম,
পেট ভরে খেলাম।
২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
তীর্থক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কাব্য রচনা করেছেন।