নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ শুধুই বাংলাদেশের, একার!!!

২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৪

কিছু লোক আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ নাম দিতে চায় আর ভারত তাতে বিজয়ী হয়েছে ভেবে আত্ম তৃপ্তিতে ভোগে!
সেই সব দালালদের পরিস্কার বলে দিতে চাই, এটা পাকিস্তানের বিরুদ্ধে "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ", ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জীত স্বাধীনতার গৌরব আমরা কারো সাথে কোনদিনও শেয়ার করব না!
যারা দালালী করবে তারা ভারতে যেয়ে করুক, বাংলাদেশে তাদের কোন দরকার নাই!!!

জয় বাংলা!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ঘোষণা খারাপ হয়নি; তবে, পোষ্ট দিলে পড়া যেতো; পোষ্ট লেখা সেখার জন্য কি টিউটরের কাছে যাবার দরকার আছে?

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১

তীর্থক বলেছেন: ধন্যবাদ। টিউটর একজন পেলে কিন্তু মন্দ হত না :)

২| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৫

অনুভব সাহা বলেছেন:

পোস্ট দুবার পড়লাম। পোস্টের মমান খুবই খারাপ। শিরোনামেও সমস্যা, বক্তব্যও অসম্পুর্ণ। কালবৈশাখি সাথে আপনার পার্থক্য কোথায়?

♦ আপনার বক্তব্য অনুসারে সিরোনাম বিষ্ময়সূচক(!!!) হবে না।
♦"কিছু লোক আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ নাম দিতে চায় আর ভারত তাতে বিজয়ী হয়েছে ভেবে আত্ম তৃপ্তিতে ভোগে!"
-এই কিছু লোককে আপনারা কোথায় পান জানিনা। আমি অন্তত জীবনে কাউকে পাই নি। আপনি কি ভূতে ভয় পান?

♦ "৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জীত স্বাধীনতার গৌরব আমরা কারো সাথে কোনদিনও শেয়ার করব না!"
- ৭১সালে ভারত পাশে না থাকলে(১কোটি শরণার্থীর জায়গা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ), রাশিয়া ভেটো না দিলে ৯মাসে কিন্তু দেস স্বাধীন হতো না। গৌরব সেয়ার না করুন, কৃতজ্ঞতা তো প্রকাশ করুন!(যুদ্দের পরে ভারত কী করেছে/কত কী আদায় করেছে সেটা আলাদা বিষয়)


♣♣♣ সেদিন আপনার পোস্টটা পড়লাম।(আজব কক্যারেক্টার আপনি)! এসব প্রস্নের উত্তর পেয়েছেন?

[বানান ভুল মার্জনীয়।]

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

তীর্থক বলেছেন: আপনার মন্তব্যের প্রতিটা লাইন ধরে উত্তর দিলামঃ

- পোস্টের মমান খুবই খারাপঃ মান ত অবশ্যই খারাপ তা না হলে ত আপনাদের মত বিখ্যাত হয়ে যেতাম।
- শিরোনামেও সমস্যাঃ এটা মানছি না! তবু বলুন শুনি সমস্যা হীন শিরোনাম কি হতে পারত।
- বক্তব্যও অসম্পুর্ণঃ এর জন্য ক্ষমা প্রার্থী।
- কালবৈশাখি সাথে আপনার পার্থক্য কোথায়? :) পার্থক্য হচ্ছে আমি শুধুই বাঙালি এবং বাংলাদেশী, রাজাকার বা দালালদের আমি ঘৃণা করি!

♦ আপনার বক্তব্য অনুসারে সিরোনাম বিষ্ময়সূচক(!!!) হবে না। হলে ক্ষতি কি? এক্সক্লামেটরি কি শুধু সারপ্রাইজড হলেই দিতে হয়?
♦"কিছু লোক আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ নাম দিতে চায় আর ভারত তাতে বিজয়ী হয়েছে ভেবে আত্ম তৃপ্তিতে ভোগে!"
-এই কিছু লোককে আপনারা কোথায় পান জানিনা। আমি অন্তত জীবনে কাউকে পাই নি। আপনি কি ভূতে ভয় পান?
আপনার বক্তব্য আসলে শুরু হয়েছে এখান থেকে। আমি ভুত ভয় পাইনা তবে ওঝাদের ভয় পাই। ইউ টিউবে "১৯৭১" লিখলেই দেখবেন "1971 war india pakistan" নামে একটা হিন্ট দিবে। এর মানে হচ্ছে অনেকেই এভাবে দেখেতে চায়। হিন্টে ক্লিক করলেই পাতা ভর্তি করে ভিডিও পাবেন। দেখতে থাকেন আর আমার বক্তব্যর সাথে মেলাতে থাকেন। শুধু তাই না, চোখ কান খোলা রাখলে অনেককেই দেখবেন ১৯৭১ কে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে বলার চেষ্টা করছে। চোখ কান খোলা না রাখলে বা রাখতে চাইলে অবস্য ভিন্ন কথা।

♦ "৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জীত স্বাধীনতার গৌরব আমরা কারো সাথে কোনদিনও শেয়ার করব না!"
- ৭১সালে ভারত পাশে না থাকলে(১কোটি শরণার্থীর জায়গা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ), রাশিয়া ভেটো না দিলে ৯মাসে কিন্তু দেস স্বাধীন হতো না। গৌরব সেয়ার না করুন, কৃতজ্ঞতা তো প্রকাশ করুন!(যুদ্দের পরে ভারত কী করেছে/কত কী আদায় করেছে সেটা আলাদা বিষয়) আমার বক্তব্যটাকে নিজের মত থাকতে দেন। কৃতজ্ঞতা প্রকাশ করব কি করব না সেটা একটা ভিন্ন তর্ক। ১৯৭১ এর মুক্তিযুদ্ধটা শুধুই বাংলাদেশের এবং জয়ের গৌরবটাও শুধুই বাংলাদেশের আপামর জনতার। এখানে ভারত কিংবা পৃথিবীর অন্যকেউ যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের যুদ্ধ বলে দাবী করে ৩০ লক্ষ আত্মত্যগকে ছোট করে আমরা কি তা মেনে নিব?


♣♣♣ সেদিন আপনার পোস্টটা পড়লাম।(আজব কক্যারেক্টার আপনি)! এসব প্রস্নের উত্তর পেয়েছেন? না, উত্তর পাইনি। না পাওয়ার কারন হচ্ছে আওয়ামীলীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি, যার কথাই বলেন এরা কেউই সাধারণ মানুষের জন্য কাজ করেনি, করেছে শুধু নিজেদের জন্য। ভেবে দেখেন জামাতের মত বিশ্বাস ঘাতাক রাজাকার বাংলাদেশে রাজনীতি করছে, এখনো। ইনু-মেনন'রা এক সময় বঙ্গবন্ধু হত্যা চেষ্টা করেছে অথচ এই সেদিনও আওয়ামীলীগ তাদের মন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধু হত্যা চেষ্টাকে বৈধতা দিয়েছে। আরও অজস্র বিষয় আছে যা প্রতিটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সুতরাং এদের চ্যালা চামুণ্ডা আর সাপোর্টররা যে উত্তর দিতে পারবে না এতে আর আশ্চর্যের কি? (হ্যা, আমি আজব ক্যারেক্টার)।

[বানান ভুল মার্জনীয়।] ক্ষমা প্রার্থী।

৩| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

তীর্থক বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার জানার পরিধি কম।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

তীর্থক বলেছেন: ধন্যবাদ। আপনারা সাহায্য করলে জানার পরিধি বাড়বে। বই পড়ে আর ডকুমেন্ট্রিজ দেখে আসলে যথেষ্ট জানা সম্ভব হচ্ছে না :(
আশা করছি, আপনি, আপনারা জানতে সাহায্য করবেন। কোন বই কিংবা ভিডিও রেফার করলে পড়ার কিংবা দেখার চেষ্টা থাকবে অবিচল।

৫| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: হুম।

০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

তীর্থক বলেছেন: জী

৬| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪৬

অনুভব সাহা বলেছেন:

আপনার সাথে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও প্রতিউত্তর ভালো লেগেছে। ধন্যবাদ।

"আওয়ামীলীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি,যার কথাই বলেন এরা কেউই সাধারণ মানুষের জন্য কাজ করেনি, করেছে শুধু নিজেদের জন্য। ভেবে দেখেন জামাতের মত বিশ্বাস ঘাতাক রাজাকার বাংলাদেশে রাজনীতি করছে, এখনো।"
- কথাটা সত্য।

৭| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫২

তীর্থক বলেছেন: @অনুভব সাহা, দ্বীমত না থাকলে কি জমে :)
ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.