![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
পাম এবং ওয়েল = পামওয়েল!
পাম মারা মানে কাউকে ফুলানো আর ওয়েলিং করা মানে তেলবাজী করা! যারা পাম মারা আর তেলবাজী করার পার্থক্যটা ধরতে পারে না তাদের জন্যই আমার এই ছোট্ট প্রয়াস!
পাম মারা হচ্ছে, "পারবেন স্যার, পারবেন, আপনে একবার চেষ্টা করলেই পারবেন! আপনে না পারলে দুনিয়ায় আর কেউ পারব না!"
আর তেলবাজী করা হচ্ছে, "স্যার আপনেরে যা লাগতাছে না, মাসা আল্লাহ। আপনের চেহারার কাছে ত স্যার রাজ্জাকের চেহারার কোন বেইল ই নাই। আপনে যদি ফিল্মে অভিনয় করতেন তাইলে রাজ্জাকরে ভিক্ষা কইরা খাইতে হইত"
আশা করি পাম মারা আর তেলবাজী করার পার্থক্যটা সবার কাছে পরিস্কার হয়েছে! যদি তারপরেও কারো কোন প্রশ্ন থাকে তাহলে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন! যথাসাধ্য চেষ্টা থাকবে আপনাদের মুল্যবান প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনাদের পাসে থাকার
১৪ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫০
তীর্থক বলেছেন: চেষ্টা করুন, একদিন আপনিও পারবেন
২| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১১
ভুয়া মফিজ বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫১
তীর্থক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: আমি কেন কাউকে পামওয়েল দিতে পারি না।