![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
সুন্দরী তোর চোখের কাজলে
আর বাসন্তী রঙ শাড়ীর আঁচলে
আর মেহেদী রাঙা হাতের কাঁকনে
আর রুমঝুম ঝুম পায়ের নুপুরে
আর দীঘল চুলের খোঁপার ফুলে
আর পদ্মপাতা ঐ কানের দুলে
আর ঢেউ খেলা ঐ বুকের চাদরে
আর লাল ঠোঁটের চুমুর আদরে
আর ছোট্ট তোর নদীর গভীরে
আর পাহাড়ি ঐ বাঁকের ভিতরে
আর চঞ্চল পানকৌড়ির ডুব সাতারে
আর বৃষ্টি ঝর ঝর লোহার পাঁজরে
আর ভেসে যাওয়া জোছনার শরীরে
আর ছোঁয়াছুঁয়ি মায়া জড়িয়ে ধরে
আর কুসুম কুসুম ওম নিশ্বাসে
আর জনম জনম অপার বিশ্বাসে
ভালোবাসাবাসি
কাছে আসাআসি
গায়ে মাখামাখি
চুপ চোখাচোখি
লাজ মিছামিছি
খুব কাছাকাছি
মৃদু হাসাহাসি
আরো ভালোবাসি
খুব ভালোবাসি
শুধু ভালোবাসি
তোকে ভালোবাসি
বেশি ভালোবাসি!!!
২| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: বাহ !!
৩| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২
তীর্থক বলেছেন:
৪| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভালোবাসার কবিতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: চমৎ কার