![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহমিকা
___নির্জন মন ।
অহমিকা-
অহংকারের দম্ভে করোনি ভালোবাসার মূল্যায়ন,
কেবলী কুৎসিত গর্বে খর্বে গড়া তব মন ও মনন ।
বড় দুঃখ বরে-
বলতে না চেয়েও বলতে হলো- হে অহংকারী ,
তুমি সুন্দর নারী, তবে নও কোন হুর কিংবা পরী ।
যে রূপ মাধূরীতে -
গড়াতব শরীর এবং ঐ উজ্জল মুখোমন্ডল,
তারচেয়েও সুন্দর হওয়া উচিৎ তব হৃদয় অতল ।
তবেই -
হতো এ রূপের প্রকৃত মূল্যায়ন,
তাহলেই বলিত তোমায় সুন্দর ত্রিভুবন ।
কিন্তু হায়-
নয় সে এমন, যেন কদাকার পাথরে গড়া তব মন,
মায়া ভালোবাসা, প্রেমের কথা ভুলেছো বিলক্ষন ।
আমি তোমার তরে-
অসীম ভালোবাসা নিয়ে দিতে চেয়ে ফুলমাল্য
প্রতিদানে কি পেয়েছি তা না বলাই বাহুল্য ।
তাই বলি শোন-
দিও না মাধূর্য্য তব এভাবে বিসর্জন,
আপনি গড়ো না নিজের কবর সযতন !
বুঝতে শেখো-
কোমলতাই নারী ধর্ম, ভালোবাসতে শিখো,
একবার ভালোবাসার চোখে আমায় দেখো ।
কারন-
ভালোবাসা শাশ্বত চির সত্য,
ভালোবাসাতেই হয় মানব হৃদয় পরিতৃপ্ত ।
নচেৎ-
কি প্রয়োজন এ রূপ জৌলোস,
যদি এ রূপ বিশ্লেষণে না থাকে কোন পুরুষ ।
জানো না কি?
আদমের জন্য গড়েছেন খোদা হাওয়া,
তোমার ও রূপ সৌন্দর্য্য আমার জন্যই দেওয়া ।
তাই অহমিকা-
ছাড়ো মিছে অভিমান
সব ভুলে গিয়ে শেষ একতালে ধরো মোর সুরতান,
ভালোবাসা মহান, ভালোবাসা অম্লান-
পৃথিবী বাজাও আজি ভালোবাসার ঐক্যতান ।
©somewhere in net ltd.