![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছো বলে
---নির্জন মন ।
তুমি আছো বলে-
এমনো মায়বী ভাবনায় প্রহর কাটে,
স্বপ্নীল স্বপ্ন গুলো ভাসাভাস-
উড়ে আসা কিছুটা ধোয়াটে...........
তুমি আছো বলে-
বসন্ত মোর বার মাস,
পুষ্পের শোভা টানি-হৃদয়ে দেয় আনি
এমনো কত মধূ-মালতীতে ভরা থাকে জীবন উচ্ছাস ।
তুমি আছো বলে-
নিরাশার ছায়া নেই জীবন ঘিরে,
আশা শুধু আশা হৃদয়ে আঁকা-
তুমি আমি স্বপ্নদেশের ছোট্ট নীড়ে ।
তুমি আছো বলে-
ভাবনার স্রোতে মতে অমতে,
তোমাকেই পাই কাছে
জীবনের তরী করি ভরাডুবি-
তবু খুশিমনে তোমাতেই মিশে গেছে.............
তুমি আছো বলে-
আজ আমার স্বপ্নের মাঝে বসবাস,
এ উচ্ছাসে ভরা প্রানউল্লাস ।
ফুল সুন্দর তবে তোমার চেয়ে নয় ,
হরিণীর চোখ ভালো লাগে-তবে ততটা নয়-
তোমার চাহনী যেমন হয় ।
তুমি আছো বলে-
কবিতায় খুজে পাই বর্নীল উপমা,
ভালোবাসার ক্যানভাসে আকিঁ ছবিতিলোত্তমা ।
তব হাতে রেখে হাত,চোখে রেখে চোখ-
আনন্দে ফুটে শতদল,হারিয়ে যায় দুঃখ এবং শোক ।
তুমি আছো বলে-
ভালোবাসা কারে কয় বুঝি আজি বুঝি,
ভালোবাসায় তাই প্রতিক্ষনে তোমাকেই খুজি ।
তুমি আছো বলে-
ভালোবাসি আজো তোমাকে-
ভালোবাসি নীলাকাশ,নিখিল বিশ্বটাকে.............
©somewhere in net ltd.