![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপহার
---নির্জন মন ।
"দামী গাড়ি কিংবা বাড়ি নয়
নয় কোন জুয়েলারী কিংবা গোলাপ ,
তোমার জন্য শেষ উপহার এনেছি এ জীবন ।"
বড় বেশী ভালোবাসি তোমায়,
তুমি শুনতে পাও-যা বলে মোর অন্তরাত্নায় ...........
হয়তো তুমি জানো না তা,কেমনে জানিবে বলো?
ভালোলাগার অতিরিক্ত উচ্ছাসে --
বলাই হলো না বাসি তোমায় ভালো ।
ওগো স্বপ্নলোকের রাজকন্যা,তোমার কি চাই বলো না-
ঐ আকাশের লক্ষ কোটি তারা নাকি রূপালী চাদঁখানা ।
যদি বলো এনে দিতে পারি মনিক্ষচিত হার,
কিংবা স্বর্ণের বা হীরের বাহারী অলংকার .............
যদি তব ভালো লাগে ফুল,তবে সময় লাগবে ক্ষণকাল-
তোমার পায়ে লুটাবো পৃথিবীর যত গোলাপ রক্তলাল ।
এসবেও যদি নাহি ভরে তব মন-
তবে তোমার জন্য শেষ উপহার এনেছি এ জীবন ।
©somewhere in net ltd.