![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিবেদন
---নির্জন মন ।
জানি-
তোমাকে চাওয়া হবে দুঃসাহসীকতা
এবং তোমাকে ভালোবাসা আরও দুরহ ও কন্টকাকীর্ন..........
তবুও-
ভালোবাসা দুঃসাহসী করে তোলে প্রেমিক হৃদয়
তাই ভালোবাসা হচ্ছে হরহামেশাই,এটাই বাস্তবতা ।
জানো?-
কতটুকু ভালোবাসি তোমায়
ঐ সমুদ্র আর আকাশের নিঃসীম নীলিমা যতটা নয়..............
কিন্তু-
তোমার মনে আনতে পারলাম না কোন ভাবান্তর
যেন কঠিন পাথরে গড়া তোমার অন্তর ।
বলতে পারো?-
কেন এত সৌন্দর্য্য দিয়ে বিধাতা তোমাকে সৃষ্টি করেছেন
কেবলী নিজের জন্য?!যেমন ছিল প্রেমপুষ্প নার্সিসাস.................
তবে-
কেন নিজেকে নিজের মাঝেই ঘুটিয়ে নিয়ে বসে আছো?
চোখমেলে দেখো হয়তো কেও তোমারি অপেক্ষায় আছে...............
আর আমি-
তোমার প্রেমে কিংকর্তব্যবিমূর হয়ে চেয়ে আছি
যেমন তৃষ্ণার্ন্ত চাতক চেয়ে থাকে আকাশ পানে বৃষ্টির অপেক্ষায়..........
তোমার-
ঐ নির্মল হাসি আর উচ্ছাসে ভরা কন্ঠস্বর
বিজলী তরঙ্গের ন্যায় বিধে এ হৃদয়ে,এড়াতে পারিনা ভুলতে পারিনা........
এখন-
প্রতিক্ষনে বেড়ে যাচ্ছে তোমাকে ভালোলাগার মাত্রা
বুঝতে পারছি না,শেষে পাগল না হয়ে যাই.............
শেষ কথা-
তোমার অপেক্ষায় আছি,তোমার প্রতিক্ষায় থাকি
কখন এসে এ হৃদয়ের কড়া নেড়ে বলবে ভালোবাসি.................
©somewhere in net ltd.