![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের জন্য ভালোবাসা
----------------নির্জন মন ।
বির্সজনের বান ডেকেছে জীবনে
আত্নত্যাগ,বর্জন,শুধু ছেড়ে দেওয়া
শুধু পিছুহটা,কতদূর আরও কতটা পথ ?-
বেড়ে যাবে এভাবে দিন দিন.................
প্রতিনিয়ত ব্যাধিগ্রস্থ জড়তায়-
অসাড় জীবন যাপন,কর্মহীনতায়
যেন ক্লান্ত মন প্রান,আশ্চার্য নির্জনতায়............
জেগে থাকি সারারাত,সারাদিন ব্যস্ততা-
কিন্তু কিসের-?
পালিয়ে বেড়াতে এ ব্যাধিগ্রস্থ -জড়াগ্রস্থ
বিষাদ জীবনবোধ থেকে...................
বলো আর কত বলিদান করব দু'জনে-
আর কত...............???
কতবার নিজেদের হত্যা করব গোপনে........
তারচেয়ে চলো ভুলে যাই-
ভুলে যাই তোমাকে আমি আর
আমাকে তুমি,শুধু
ভালোবাসা বেচেঁ থাক -
ভালোবাসা বেড়ে যাক দ্বিধাহীন..........
সময়-কাল-পাত্র সব ভুলে গিয়ে
কিংবা ভবিষৎ,বর্তমান তাবৎ বিপদ,
মনে করে লাভ নাই,কি আসে যায় তাতে?
চলো ভালোবাসি দ্বিধাহীন,সীমাহীন-
কিংবা গন্তব্য বিহীন.........................
আমরা তো ভালোবাসতে জানি
তবে কেন তাও খোয়াচ্ছি দিন দিন.....
মস্তিষ্কে আর সইছে না উচ্চ চাপ
এবার চলো নিম্নগামী হই...................
আমাতে কি চাও তুমি?
তোমাতে যা আমি চাই ।
কাজ নাই বিপদ-বিপত্তি বহুদিন
তাড়া করে-করেছে আলাদা ,
আজ চলো তাদের পশ্চাৎপৃষ্ঠ প্রর্দশন করি
আমরা তো আবেগের স্রোত-
চলো আজ তারি দাড়ঁ টানি.................
আশা-আশা করে,ভাষাতে বুক ভরে
কত আর দেব স্বান্তনা মনে,
আশা ভাষা পরে থাক -
কাজ নাই পরজনমের স্বাদলোভে....
চলো যে সময় হারাচ্ছি -
আগে তারে রুখি......................
আজকের তরে না পরিনাম
না হোক ভবিষৎ স্বপণ-
তবুও আজ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে
যেন বাচিঁ,ধুকে-বুকে জীবনের
কি হয়েছে ফল-?
তাই আজ আর কিছুই জানি না
জানতে চাই না,শুধু ভালোবাসি
লেশহীন..............পরিনয় শুধু
পরিনতি বাদ দিই..................
©somewhere in net ltd.