![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুড়ি থেকে নারী
---নির্জন মন ।
কুড়ি থেকে যেদিন কলি হয়েছিল বালিকা
কেউ দেখেনি সে ধন,যা ছিল গোপন -
খোলশের আড়ালে ,বালিকাও বুঝেনি
কি মহা সৃজন চলছে তাতে...........
চায়নি সে করিতে প্রকাশ,ঘুটিয়ে ছিল তাই.....................
কিন্তু লোভী প্রকৃতি তাকে করল ধারণ-
বহাল বায়ূ,বালিকা কলি-ছড়াতে বাধ্য হল ডানা ।
তারপর,বালিকা হল ফুল -
বুকে তার জমে ওঠলো মধূ ,
আর সে মধূর লোভে ভ্রমর,মৌমাছি জুটে গেল
বালিকার আশেপাশে..................
বালিকা তখনো বুঝেনি তার সে কোমল শরীরে
কি সূধা,কি মধূ,কি মোহ সে করছে ধারণ,
তাই তা রক্ষানবেক্ষণে তার ছিল না কোন মনোযোগ ।
পিয়সী ভ্রমর এই সূযোগে,আবেশের ছলে-
মধূ তার করে গেল পান.....................................
তারপর,বালিকা ক্রমান্বয়ে নারী -
বিকশিত তার সব ডালপালা,ফুলেফুলে ভরা
সূধা সে দেহে অঢেল যদিও-
তবু নেশা ধরায় না.............................
এ যে প্রাকৃতিক নারী তবে নয় প্রকৃত নারী?!
মধূ সে দিতে পারে পেয়ালা ভরে ,তবও-
সে মধূতে ভেজালের গন্ধ .................
এই নারী হতে পূরুষের পাওনা মেলে অনেক
তবে পৌরষের মেলে না পূর্ণ প্রাপ্তি.............................
©somewhere in net ltd.