নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামঃ নির্জন মন পেশাঃ ছাত্র ধর্মঃ ইসলাম ঠিকানাঃ সাভার,ঢাকা,বাংলাদেশ

নির্জন মন

নির্জন মন

নির্জন মন › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২৮ শে মে, ২০১৫ রাত ৯:১১

চিঠি
---নির্জন মন ।

‌‌‍‍পাখি আমার---
কিছু কিছু কথা আছে যা বলবার কোন কোন আবশ্যকতা থাকে না,
যেখানে সম্পর্কের ভার হয় ভারী ।তবু কেন যে আজ এ বেলায় মনে
হচ্ছে - তুমি কিংবা আমি ,আমাদের এ সম্পর্ককে ভারী করতে পারি
নাই....................................................................................

তোমাকে জানাই তবে,যদিও জানো তুমি -অনেক আগে থেকেই,
তারপরও জবাব দিহির মাঝে এক প্রকার মুক্তির স্বাদ আছে ।
বাউন্ডেলে জীবনের ইতিবৃত্তি নাইবা করলাম, আমার গুনগান
কেও নাইবা করল -কি আসে যায় তাতে? তবুও বুঝাই যদি
মতিভ্রম হওয়ার ভয় আছে....................................................

থাক,ভয় পেয়ো না, অনূভূতি দিয়ে জীবনকে এবং সময়কে
ছুয়ে ছুয়ে দেখবার এক দুর্লভ শক্তি আছে আমার । আমি
ভিন্নতর মানসিকতার এক মানব প্রতিকৃতি মাত্র, তোমাদের
ভাষায় মানসিক রোগীও বলা চলে । কিন্তু বললেই সব কিছু
সমাধান হয়ে যায় না, আমি আবেগপ্রবন নই-আমি আবেশ
প্রবন! এ আমার নেশা এ আমার প্রেম..............................

এ জগত বড়ই কঠোর কঠিন, তবু আমার কাছে জীবনই কঠিন ।
সাফল্যের ধার ধারি না ! তুচ্ছ করি মূল্যবান সকল কিছু যা সবার
অতি আকাঙক্ষিত । কর্তব্য,নিষ্ঠা,দায়িত্ব সব বাজে কথা ! কে
বলো ঠিকঠাক ভাব পেরেছে করতে এসব কিংবা এত্ত কি সম্ভব?

নিজের সাথে ছলনা করোনা কখনো,এ ক্ষতি পোষবার নয় ।
আমি নিজের কাছে ভীষণ সৎ- এখানে ভ্রস্টতা অনিস্বীকার্য ।
ভালো-মন্দ বড় কথা নয় ! আমার আমিকে আমি তো জানি
এও বিরাট এক আবিষ্কার । পৃথিবীর বেশীর ভাগ মানুষই
নিজেকে জানেনা-চিনেনা,খুবই দুর্বোধ্য কাজ এটা । কে-
চায় এমন পন্ডশ্রমে মত্ত হতে?চলছে জীবন চলুক না..........

তোমার কথায় আসি-জানি খুবিই কষ্টের মধ্যে দিন পার করছো ।
আমার জন্য প্রতিক্ষা করতে করতে হয়তো বিরক্ত হয়ে গেছো ,
তবুও পথ চেয়ে আছো -শুধু তুমিই পারো এভাবে থেমে থাকতে !
তোমার কাছ থেকে এক জীবনে অনেক তো নিয়েছি,এ ঋণ শোধ-
বার কোন সূযোগই আমি পাইনি । তবু জেনো-আমার সর্বশ্ব এবং
যা অর্জন এ সকলি তোমার, যদি এ ছন্নছাড়া জীবনের কোন
কিনারা করতে পারি -তবে তোমাকে নিয়ে নির্জন কোন দ্বীপেবাকি
জীবনটুকু দু'জনে সুখে-দুঃখে শান্তিতে কাটিয়ে দিব .....................

আমার জন্য পথ চেয়ে থেকো না, এ অনিশ্চিত জীবনের কোন
নিশ্চয়তা আমি দিতে পারি না । শুধু শেষকথায় তোমাকে বলতে
চাই-আমি তোমারি ছিলেম,তোমারি আছি,তোমারি থাকবো -
জীবনের অন্তিম স্পন্দন পর্যন্ত..............................................
------------------------------------ইতি-তোমার স্বপ্ন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.