নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামঃ নির্জন মন পেশাঃ ছাত্র ধর্মঃ ইসলাম ঠিকানাঃ সাভার,ঢাকা,বাংলাদেশ

নির্জন মন

নির্জন মন

নির্জন মন › বিস্তারিত পোস্টঃ

সংশোধন

২৮ শে মে, ২০১৫ রাত ৯:১৪

সংশোধন
---নির্জন মন ।

দম বন্ধ হয়ে আসছে কি ভীষণ চাপে,
মর্ম মর্মরি কাপছে আকাশ-বাতাস -
কি যেন শত্রুতা বক্ষের ওপর চেপে বসেছে.........
সম্মুখে মৃত্যু-পিছনে ধ্বংস-
কোন দিকে যাবো?

একটি প্রতিজ্ঞা,একটা মৃত্যু-একটা ধ্বংস -
নাকি একাধিক ?
হিসেব গোলমেলে মাথা যেন অকেজু হয়ে যাচ্ছে
এখন আর তো পারছি না যেতে-
যাবোই বা কোথায় ?

জীবনে প্রথম বার হেরেছি -
প্রথম বার ভেঙ্গে পরেছি,
বড় দুঃসময়,অসহায় মন ।
তবু কারও বাড়ানো হাত ধরতে-
মন টানছে না..............

এই কষ্ট থেকে শক্তি ,
বেদনা থেকে আত্নবিশ্বাস ,
এবং প্রতিহিংসা থেকে-
সাহস সঞ্চার করতে চাই ।
কারন এখনো বুকে যতেষ্ঠ বারুদ রয়েছে
চাইলেই জ্বালাতে পারি -
হয়ে ওঠতে পারি অগ্নিগিরি দাবানল...................

কিন্তু কি লাভ তাতে-?
আশপাশের সব কিছুই তো তাতে ধ্বংস হয়ে যাবে........
তবু মন মানে না,মন বাধে না -
ধ্বংস চাইনা অবসান চাই ,
এ ক্ষতের ঘাঁ শুকাতে চাই -
তাই কিছুটা উত্তাপ ও শত্রু বক্ষের -
তাজা রক্ত প্রয়োজন....................

আর কিছু নয়
শুধু সৃষ্টির উৎসবে দেবতার পদতলে-
ভ্রষ্ট-নষ্টকে করিব বলি .......................
তারপর -
সারাংশ জীবন যদি থাকে তা করব দান,
শুধু তার হাতে -
শুদ্ধ করে আপনারে শুদ্ধ হাতে করব সমর্পন............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.