![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বধূয়া
---নির্জন মন ।
লক্ষি বউটি আমার-
কেমনে ভুলে থাকি ?হৃদয় মন আত্নাজুড়ে
তোমার ধ্বনিই শুনি,
ভাবনাতে আর কল্পনাতে তোমায় নিয়ে
সুখের ঘরের স্বপ্নমালা বুনি ।
হাজার লোকের মাঝে ঘুরেফিরে
তবু বারেবারে তোমাকেই মনে পড়ে,
অবেলার অবসরে মনের বাসরে
তুমি আসো গোপনে মোর নিত্য অভিসারে..............
পরান পাখিরে আমার-
ভালো নেই তুমি বিহনে
ইদানিং খুব একলা লাগে,
দুঃসহ দিবস রজনী কাটে না আমার
বিচ্ছেদ অনুরাগে...........
অসময়ে এলে কাছে
বললে চলে যাওয়া বড় প্রয়োজন,
বাকরোদ্ধতায় নিঃশ্চুপ আমি
শুধু কাদল দু'নয়ন..............
ও সোনা বউ-
তুমি বিনা কেমনে বাচিঁ?যেন হৃদয় ছিড়ে রাখি
তোমায় ছেড়ে যখন দূরে থাকি,
জানিনা কেন কাদেঁ মন,তাড়নায় কাপে তনুদেহ
শুধু তোমাকেই খুজে আমার তৃষিত আখি ।
একটু পাওয়া,একটু ছোয়া
একটু খানি দেখা,
মান-অভিমান কান্না হাসা
কত মধূর ছিলো বলো আমার ললাট লিখা ।
প্রেয়সী আমার প্রানেশ্বরী-
কেন থাক দূরে,দিয়ে মনে ব্যথা
এই ঝড় ঝঞ্জাট বলো থাকবে কি বেশীদিন,
আর কিছু - সামনে সুদিন
ভেবনা ভুলে যাব জীবনে বাচিঁ যতদিন.........
তুমি রবে অমলিন
চিরদিন মোর আত্নার গহীনে,
মরনে- সহমরনে,বাচিঁবার জীবনে
তুমি রবে মোর একান্ত মহামিলনে.................
©somewhere in net ltd.