![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টি ও স্রষ্টা রহস্য
---নির্জন মন ।
ভবের অঙ্গে রঙ্গমঞ্চে, হাসছি খেলছি জীবনরে,
দুঃখ-কষ্ট,সুখ রহস্য কেবা চিনে কাহারে.......
আমি আর চিনি না আমায়, নিজের সামনে দাড়ালে,
কোনটা আমি,মনটা যে কি?কোনটা থাকে আড়ালে?
(ও-----ও----ও----দয়াল রে................................)
জান কারিগর, মনের কি ঘোর বানাইলারে দয়াল,
এই ধাঁধাঁতেই রাখবা বন্দি,এই কি তোমার খেয়াল ?
আমার মাঝে আমি নাইরে,রাজ করিছে আরেক জন,
প্রানের টানে সকল কাজে বিঘ্ন ঘটায় বিভেদ মন ।
(ও-----ও----ও----দয়াল রে................................)
মন আমায় তুই রাখিস দেখিস-
একটু ছাড়িস,ভাবের ভিন্ন মাজারে,
সূর্য আছে চক্ষু আছে,পৃথিবীরই দরকারে,
তবু অন্ধ হয়ে নস্বর হই বিধাতারি দরবারে........
(ও-----ও----ও----দয়াল রে................................)
ভবের মাঝে আসা যাওয়া -
সবি তাহার খেয়ালে,
অন্ধজন জানিনা আর কিযে আছে ধারাতে
রাখলা সবি আড়াল করে,কিছুই নাহি দেখালে ।
(ও-----ও----ও----দয়াল রে................................)
মনের চক্ষু খুইলা দেখি -
পরিষ্কার সব এইখানে,
তোমায় জপে মনে মনে,
মিলছি দেখি তোমার সনে ।
(ও-----ও----ও----দয়াল রে................................)
©somewhere in net ltd.