নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

কিছু বলার নেই।

নিসাব

আমি অতি সাধারন ছেলে।

নিসাব › বিস্তারিত পোস্টঃ

রহস্যময় হট্স্প্ট

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

পৃথিবীর বুকে রয়েছে অসংখ্য বৈচিত্রময় প্রানী, স্থান, এবং বস্তু। এদের মধে্য অন্্যতম হল হট্স্প্ট । মহাকাশের হট্স্পট কৌতুহলী মানুষের মহাশূনের অজানা রহসে্যর সৌন্দযে বিমোহিত করে। বিশাল এক অজানা গ্রহে রহস্য্ময় অদ্ভুত এক্ টা হট্স্পট খুজে বের করেছেন যুক্তরাস্টের গবেষকরা । কিন্তু গবেষকদের কাছে এখনো রহস্য্ময় হয়ে রয়েছে এই বিশাল গ্রহটিতে কিভাবে এই হট্স্পট তৈরি হয়েছে । ইউনিভার্সিটি অফ ক্যালিফোনির্য়ার গবেষকদের ধারনা রহস্য্ময় এই বিশাল গ্রহটির নাম আপ্সিলন আন্ডোমিডা বি। গ্রহটিকে হট জুপিটার বা গ্যাসের কুন্ডের দৈত্য বলা হয়। গবেষক্দের মতে, গ্রহটি যে নক্ষ্ত্র থেকে তৈরি হয়েছে তার এক্দিকে মুখ করেই যেন অনন্তকালে ফুট্ছে। কিন্তু আশ্চযের্র বিষয় হলো গ্রহটি নক্ষ্ত্রমুখী দিকটাই কিন্তু সব্চেয়ে উষণ নয়, বরং গ্রহটির উল্টোপাশের বিেশষ এক্ টি অংশ্টিই সব্চেয়ে বেশি উস্ন । প্ৃথিবীর থেকে আপ্সিলন আন্ডোমিডা বি গ্রহটির দূরুত্ত ৪৪ আলোকব্ষর্ । গ্রহটি ব্ৃহ্স্প্তি গ্রহেরও চেয়ে শত্করা ৭০ গুণ বিশাল যা প্রতি ৪.৬ দিনে নিজ নক্ষত্রকে আবর্তন করে এটি। গ্রহটি এই হট্স্পট আবার একস্তানে স্তায়ী হয় না। এর কারন হ্তে পারে শক্তিশালী শ্ক ওয়েভ এই তাপপ্রবাহ স্তানান্তর করে এবং চৌম্ব্ক ক্ষেত্রের পরিবর্তন করে। কিন্তু এগুলো কেবলই ধারনা মাত্র।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

বেলা শেষে বলেছেন: Scientific writing is better then politics.
For নিসাব:

২| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৯

নিসাব বলেছেন: একদম ঠিক কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.