![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন । অনেক দিন ধরে পোষ্ট নিয়ে আসা হয় না । তো বেশি কথা না বলে কাজের কথাই আসি।
* আমাদের বর্তমানে ফেসবুক নেই এরকম লোক কমই আছে আর এই ফেসবুক চালানোর মাঝে বিশাল সমস্যা ফটো ভেরিফিকেশন । আর এজন্য আমাদের স্বাদের আইডি গুলা বাদ দিতে হয় । আর এই সমস্যাই পড়লে সমাধান দিব আজ । যেটা একদম সহজ এবং ইনশাল্লাহ ১০০% আইডি ছেড়ে যাবে । এজন্য দরকার-দুইটা মোবাইল,একটা অন্য FB আইডি । এবার আপনার ব্লক হওয়া আইডি লগইন করুন Sequrity ছাডিয়ে ফটো আসবে । আপনার আরেকটা আইডি আরেকটা মোবাইলে লগইন করুন । এখন আপনাকে যে ফটোগুলো ভেরিফাই করতে বলেছে ওই ফটোর নিচে ছয় জন বন্ধুর নাম দেয়া থাকবে ওখানে প্রথম নামটা আপনার আরেক ফেসবুকে Friends Search Box এ লিখে Search করলে অনেক বন্ধুর নাম আসবে ওখানে ওদের সবার প্রোফাইলে গিয়ে Photos অপশনে গিয়ে ফটো চেক করুন আর ওখানে একটা ফটো মিলবে আর যার প্রোফাইলে পাবেন তার নামটা ব্লক হওয়া আইডিতে ক্লিক করে Submit দিন এভাবে 6 টা ফটো মিলাতে বলবে আপনি 4 টা মিলালেই আপনার ফেসবুক আইডি ছেডে যাবে । ট্রিকটা একদম নতুন , চেস্টা করে দেকতে পারেন । Created By brother Suhag.
©somewhere in net ltd.