নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

কিছু বলার নেই।

নিসাব

আমি অতি সাধারন ছেলে।

নিসাব › বিস্তারিত পোস্টঃ

একটি প্রিয় বই এর কিছু কথা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

সৃস্টিকতর্া বা প্রকৃতি প্রতিটি ছেলেমেয়েকে পাচঁটি অদৃশ্য নীলপদ্ম দিয়ে পৃথিবীতে পাঠান। এই নীলপ্দ্মগুলি হলো- - প্রেম ভালবাসা। যেমন ধর,তুমি.....তোমাকে পাচঁটি নীলপদ্ম দিয়ে পাঠানো হয়েছে। এখ্ন পর্যন্ত তুমি কাউকে পাওনি যাকে পদ্ম দিতে ইচ্ছে করেছে। কাজেই তুমি কারোর প্রেমে পড়নি। আবার ধর, ষোল -সতেরো বছরের তরুণীর সংগে তোমার পরিচয় হলো। মেয়েটির তোমাকে বা তোমার মেয়েটিকে খুব ভালো লাগলো যার সাথে কথা না বলে তুমি থাকতে পারনা, এরকম অবস্তায় তুমি অথবা সে কোনদিক না তাকিয়ে, কিছু চিন্তা না করে তার সবকটি নীলপ্দ্ম তোমাকে দিয়ে দিল। তুমি পদ্ম নিলে কিন্তু তাকে গ্রহণ করলে না। পরে মেয়েটি বা ছেলেটি কিন্তু আর কারো প্রেমে পড়তে পারবে না। সে হয়তো এক সময় বিয়ে করবে কিন্তু তার স্ত্রী বা স্বামীর প্রতি তার প্রেম থাকবে না।..................................... হুমায়ূন আহমেদের "হিমুর হাতে কয়েক টি নীলপদ্ম" অবলম্বনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.