নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

কিছু বলার নেই।

নিসাব

আমি অতি সাধারন ছেলে।

নিসাব › বিস্তারিত পোস্টঃ

মনের কিছু কথা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

আজ মনটা বড় উদাসীন। কি হয়েছে নিজেও বুঝতে পারছি না। হয়ত কিছু হয় নি বা এমন কিছু হয়েছে যা কাউকে বলা যাবে না বলেই মন এই উদাসীনতা কে আড়াল করে রাখছে।অনেক সময় এমন কিছু কথা থাকে যা বলার মত সাহস থাকে না। প্রবল ইচ্ছার কাছে তখন ঐ চির সত্য গোপন থেকে যায়।মনে তখন কষ্ট হয়। হয়ত দুই এক ফোটা পানি ঝরে পরে চোখ থেকে। কি হবে,কি হবেনা,হলেও পরে কেমন কাটবে দিন গুলো এইসব চিন্তাই বিভোর থাকে মন। কিন্তু যাকে বলতে চাই সে হয়ত এইসব নিয়ে কিছুই চিন্তা করছে না। সে যদি আমার মনের ভেতরটা দেখে তবে দেখবে শুধু তারই ছবি।কিন্তু তার মনে আমার জন্য সামান্য জায়গাটুকু নেই। এটাই আমার ভাগ্য।আমি তার জন্য অপেক্ষা করব অনন্তকাল। এটা ক্ষণিকের ভালবাসা নয়,নয় কোনো ছলনা। এটা চিরকালের জন্য এক চির সত্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.