![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছ তুমি? ভাল তো?
তুমি কি জান আমি ভাল আছি ....এবং ভাল আছি শুধু তোমার জন্য!!!
তোমার ঐ হাসি মাখা মুখটা দেখার জন্য প্রতিদিন সকালে জেগে উঠি।তোমার সাথে দেখা না হলে,তোমার ক্ষণিকের ঐ মিষ্টি-দুষ্টু চাহনি না দেখলে আমার দিন কাটে না,ভাল লাগে না।হয়তো এটাই আমার জীবনীশক্তি।তুমি কি জানো তোমার কথা ভেবে আমি সারারাত পার করে দিতে পারি।তোমার ঐ খোলা চুলের দিকে তাকিয়ে আমি স্বগর্ সুখ লাভ করি।আমার প্রতিটি দিন শুরু হয় তোমাকে ভেবে আবার প্রতিটি দিনের শেষ হয় তোমায় ভেবে।হয়তো তোমাকে নিয়ে কখনো স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের শেষটা কখনো দেখা হয় না।ঘুমের পর যখন জেগে উঠি তখন নিজেই স্বপ্নের শেষটা তৈরী করি।এক অদ্ভুদ স্বপ্নের ইতি টানি তোমাকে ভেবে।তোমার আধো আধো হাসি আমাকে পাগল করে দেয়।এই পাগলের পাগলামি তখন নিজের সাথে এক নীরব যুদ্ধ করে। এই যুদ্ধ কেউ দেখে না।তখন নীরবে কেঁদে চলে আমার হৃদয়। কখনো হয়তো দুটি চোখ।
তুমি যদি সামান্য সময়ের জন্য হলেও আমাকে বুঝার চেষ্টা করো তবে হয়তো তুমি আমাকে আমাকে ফিরিয়ে দিতে পারবে না।
©somewhere in net ltd.