![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রহর শেষ আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ.............. চৈত্র শেষ হয়ে বৈশাখ আসলো......কিন্তু সর্বনাশা চোখের দেখাতো এখনো পেলাম না!!!!!!!!!!!!!
তাতে কি???? নতুন বছর তো আসছে।সবাই কে নতুন বছরের শুভেচ্ছা।আজকে অনেক বন্ধুদের সাথে ঘুরলাম।পুরানো বন্ধুদের সাথে দেখা হলো।বেশ ভালোই কাটলো।বাশি বাজাইলাম সবাই মিলে।পুরা মেলাটাই তখন আমাদের কর্মকান্ড দেখতে ব্যস্ত।মজার কাজ হইলো কিছু কিনতে গেলে বা খাইতে গেলে কেও টাকা বাইর করে না।পরে দোকানদার আমাদের মাগনাই দিয়ে দেয়।দুই,তিনবার এমন হইলো।পরে সবাই ভাগ কইরা টাকা দিলাম।হিমু সাজছিল অনেকে।পায়ে জুতা ছিল।যাকে বলে জুতাযুক্ত হিমু।হুমায়ুন আহমেদ থাকলে অবশ্যই হিমু কে জুতা পরতে দিতেন না।যাই হোক দিনটা ভালোই কাটলো।প্রজাপতি নিয়ে মজাও কম হয় নাই।লাল,হলুদ,নীল কতো প্রজাপতি.....না দেখে থাকা যায়?? সবথেকে ভালো লাগছিল হেটে হেটে নদী পাড় হতে। পানি তো হাটু সমান। তারপর বিভিন্ন ভাবে ছবি তুললাম।সন্ধ্যার সময় উরাধুরা নাচানাচি। ভালোই kaToloo.......... পরে মনে হলো আরে পহেলা বৈশাখ তো শেষ!!!
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৪
সংগ্রামী বালক বলেছেন: প্রজাপতি বলতে আবার কোন প্রজাপতি বোঝালেন ভাই? বৈশাখে প্রজাপতি! হা হা
একটু মজা করলাম আর কি।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০
নিসাব বলেছেন: আপনি ঠিকই বলছেন.... বৈশাখী প্রজাপতি....... এতো প্রজাপতি মনে হয় বৈশাখী না প্রজাপতি মেলা।হা হা হা
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩১
দালাল০০৭০০৭ বলেছেন: f9 likhen