নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

কিছু বলার নেই।

নিসাব

আমি অতি সাধারন ছেলে।

নিসাব › বিস্তারিত পোস্টঃ

যা শুনাইলা ........

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২১

বিদ্যুৎ এর দেখা নাই। এতো লোডশেডিং!!!!!! এইটা নাকি ডিজিটাল বাংলাদেশ। সরকার নাকি রের্কড পরিমান বিদ্যুৎ উৎপাদন করছে।তাইলে এই এইগুলা গেলো কই?? নেতারা মনে হয় বিদ্যুৎ দিয়া গোসল করে। করলে ভালই হতো। কিছু বুদ্ধিমান কমতো। আমাদের দেশে চাপাবাজ আর বুদ্ধিমান এর অভাব নাই। দুইদিন আগে একজন যা বানী শুনাইলো!!!!!!!

লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেস্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী বক্তব্য.............." লোডশেডিং আল্লাহর এক ধরনের রহমত। অতীত স্মরণে রাখার জন্য মাঝে মাঝে লোডশেডিং হওয়া ভালো। লোডশেডিং না হলে সময়ের সংগে সংগে বিদ্যুৎ উৎপাদনে যে উন্নতি হয়েছে, সেটা মানুষ ভুলে যাবে। " এতো সুন্দর বুদ্ধিমানের কথা মনে হয় আগে কেও শুনে নাই। আচ্ছা আপনি কি এখন লোডশেডিং দেখেন নাঅনুভব করেন। থাকেন তো মিয়া সরকারী vip এলাকায়। সাধারণ মানুষের জায়গায় থাকলে বুঝতেন।যাই হোক আমাদের দেশের নেতারা কিছু না পারলেও বিররররাট ফাফর মারতে পারে। নিজেদের ব্যর্থতা গুলা স্বীকার করেন।

থাক আর কিছু বলব না। আপনাদের কথায় এতো মধু আমরা পুরাই বাকরুদ্ধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.