![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুত প্যারার মধ্যে আছি।
এতোই ঝামেলা যা লেখলে পড়ার মতো ধৈর্য মনে হয় না
কারো থাকবে! তবুও কিছু বলি ____
এইতো জুকারবার্ক সাহেব আমার উপর ভীষণ রাগ করছে।
কারনটাও একেবারে ছেলে মানুষের মতো!! আমি কেন বিল
গেটস কে দাওয়াত দিলাম?? কেন তাকে দিলাম না!!
একবার চিন্তা করুন এইটা রাগ করার মতো কোন কারন হতে
পারে!
অন্যদিকে আমি কেন লেডি গাগার মেসেজ এর রিপ্লাই দেই না
এই জন্য গাগা আমার উপর চরম ক্ষেপা! কি যে করি!
জাস্টিন বিবার এর গার্লফ্রেন্ড নাকি আমার পিক তার
প্রোফাইল পিক এ দিয়ে রাখছে!! এই জন্য বিবার ভাই তো
আমারে দেখতেই পারেন না।
অন্যদিকে আমি কেন আলিয়া ভাট এর রিকুয়েস্ট একসেপ্ট করি
নাই এই জন্য নাকি ভাট মহোদয়া আত্নহত্যা হত্যা করতে
গিয়েছিল। এই নিয়ে গনমাধ্যমে কি আলোড়ন!
এদিকে শাহরুখ খান কে কেন ফ্যামিলিতে এড দেই নাই এই জন্য
কিং খান তো ছবি করাই ছেড়ে দিবে দিবে করছে!!
ফাস্ট এন্ড ফিউরিয়াস ৮ এ আমাকে আমন্ত্রণ জানানো হলেও
আমি অপরাগতা প্রকাশ করায়
ডিরেক্টর জেমস ওয়ান তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে!!
আবার এইদিকে মম-মীম-মেহজাবীন তিন জন হাসপাতালে
ভর্তি। কাহিনী হলো আমার এখানে কে বেশী কমেন্টস করেছে
এবং আমি কাকে লাইক দিয়েছি!!এই নিয়ে মারামারি আর
তারপর তো__!
এখন আবার মেয়র নির্বাচনে বিশাল ঝামেলা। সবারই একই
আবদার তার প্রতীক কে কিছুদিনের জন্য প্রোফাইল পিক দিতে
হবে আর সামান্য কয়েকটি পোস্ট তার ভোটের জন্য।এইখানেও
চক্ষে আন্ধার দেখতাছি!!
ঐ দিন বাংলাদেশের খেলা দেখতে গেলাম তখন খেলা রেখে
সাকিব তামিম মাশরাফিরা একরকম ঘিরেই ধরল!! পিক তুলতে
হবে। এদিকে আবার টাইম আউট এর ভয়।
শিশির ভাবি তো আমার সাথে ১০৮ স্টাইলে পিক তুললো!!
সাকিব ভাই তো এই জন্য খেলায় মনোযোগ দিতেই পারল না।
আবার ফিফার প্রেসিডেন্ট হওয়ার জন্য এক রকম চাপ এর মধ্যে
আছি!!
এরশাদ হঠাৎ করে প্রায়দিনই আমার সাথে চা খেতে আসে। ও
যে কি বলে বা বোঝায় তা আজও আমার বোধগম্য হলো না।মনে
হয় জাতীয় পার্টির প্রেসিডেন্ট হতে বলবে!! আমি আবার
রাজনীতি পছন্দ করি না! এদিকে এই ঝামেলা।
আমি ঐদিন রোনালদোর বাসায় কেন গেলাম? কেন মেসির
বাসায় গেলাম না! এই জন্য তো রীতিমতো মেসির হাহাকার!!
আমি একজন কি এতো কিছু সামলাতে পারি!
আনিসুল হক তো ঐদিন চিঠি দিলো তার হয়ে কিছু গল্প উপন্যাস
লিখতে। পরের বার বইমেলায় ছাড়বে! এখন আমার সময় নেই!!
যাই হোক খ্যাতির বিরম্বনা কি? কত প্রকার? সব অস্থি মজ্জায়
মজ্জায় টের পাচ্ছি!
চিন্তা করতেছি কয়দিনের জন্য ডুব দিতে হবে!
বিঃদ্রঃ এই সব আমার উর্বর মুন্ডুর অনুর্বর কল্পনা
©somewhere in net ltd.