নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথীনি নিশি

কলংক আমি কাজলের ঘরে থাকি --- কাজল আমাকে বলে সমস্ত কথা ---

নিশিথীনি নিশি › বিস্তারিত পোস্টঃ

কেউ কি আছেন, যে অটিজম সর্ম্পকে বিস্তারিত জানেন???

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

ব্লগে তো অনেকেই আছেন যার ডাক্তার বা বেশ বিজ্ঞ ।



কেউ কি অটিজম বা অটিস্টিক ম্যান নিয়ে কোন তথ্য আমাকে দিতে পারেন??



এটা কেন হয়?? জেনেটিক্যালি নাকি পারির্পাশিক চাপে?? অটিস্টিক মানুষদের কিভাবে মেনটেইন করতে হয়?? এইসব।



জেনে থাকলে প্লিজ আওয়াজ দিন । আর একজন অটিস্টিক মানুষকে সাহায্য করতে আমাকে সাহায্য করুন ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

সাদা রং- বলেছেন: আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। আমার কাছে কোন ঠিকানা নাই।

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

সাইফুলহাসানসিপাত বলেছেন: আপু তুমি ব্লগার নুশেরা দিয়ে গুগল সার্চ দাও । আপুটার ব্লগে অনেক দিক নির্দেশনা পাবে । আমি মোবাইল থেকে লিংক দিতে পারছিনা ।
খুঁজে না পেলে জানাবে, আমি পিসিতে বসলে লিংক দিয়ে যাব ।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

নীল-দর্পণ বলেছেন: এখানে দেখেন তো কিছু জানতে পারবেন

৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

নতুন বলেছেন: http://en.wikipedia.org/wiki/Autism উইকিতে এটা পাইলাম...

৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

আমিনুর রহমান বলেছেন: Click This Link
http://en.wikipedia.org/wiki/Autism
Click This Link


বাংলাঃ
Click This Link
http://prothom-aloblog.com/posts/16/48681
Click This Link

৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এখানে গেলে অনেক কিছুই জানতে পারবেন? উনি এই বিষয়ে অভিজ্ঞ একজন।

৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এখানে গেলে অনেক কিছুই জানতে পারবেন,* উনি এই বিষয়ে অভিজ্ঞ একজন। আপনার আর কিছুর মনে হয় তেমন দরকার হবেনা।

৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

অন্ধ আগন্তুক বলেছেন: আপনি পিজির অটিজম সেন্টারে গিয়ে সরাসরি যোগাযোগ করুন। পিজিতে সম্প্রতি একটা সেন্টার খুলেছে ।

আর উপরে নুশেরা আপুর যে বইদুটোর কথা বলা আছে সেগুলো অবশ্যই দেখবেন । বাংলা ভাষায় শিশুদের অটিজম নিয়ে লেখাগুলো অতি দরকারী ।

এই লেখাটাও দেখবেন অবশ্যই -

শিশুর অটিজম: কিছু তথ্য

আর পুরো বইটা পাবেন এখানে - শিশুর অটিজম (Book)

৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সাইফুলহাসানসিপাত বলেছেন: নুশেরা আপু এখানে এখন নিয়মিত ব্লগিং করে ।

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

কালোপরী বলেছেন: আলসে হয়ে গেছি নাহলে বলতাম হয়তো অনেক কিছু


আমি বুদ্ধি প্রতিবন্ধীদের উপর পোস্ট গ্রাজুয়েট

শুধু এটুকু বলছি পড়ে যা জানবেন তার চেয়ে বেশি জানবেন ওদের সাহচর্যে

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

নিশিথীনি নিশি বলেছেন: সবাউ কে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.