![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
# শাফিক আফতাব #
পাবো না কিছু এই রাণীর দেশে ;
কেনোনা চুতর রাজা আজ বড় সেয়ানা,
তিনি পথঘাট চিনে পা ফেলেন ;
খানা খন্দর দেখেন, পথের কাটা বাছেন,
দৌড়োবার পথ খুঁজে বের করে সিঁদ কাটেন,
এমনকি মরিবার পর প্রভুর সভায় বক্তব্য ব্যক্তের অভিনয়শৈলী
শিখে মাথায় পাগড়ি বাঁধেন, কিংবা ঢোলা পাঞ্জাবী পড়েন,
কিংবা স্যুটশার্ট আর টাইয়ের নট টাইট বেঁধে
মান্যবরের সামনে হাজির হন একান্ত বাধ্যানুগত ছাত্রের মতোন।
অথচ রাণী কতই না প্রলোভন দেখালেন,
তার সাত রাজার ধনের কথা বললেন , তার ভুগর্ভস্থ রতেœর কথা বললেন,
বড় বড় সুখ আর শান্তির কথা বললেন,
বললেন : ‘আমার রাজ্যে কেউ না খেয়ে মরবে না,
মানুষ ঘরে ঘরে চাকরি পাবে, দুবেলা দ’ুমুঠো ভাত পাবে,
মোটা কাপড় আর ভাতে বেশ বয়ে যাবে দিন,
মানুষে মানুষে প্রীতির বন্ধন থাকবে,
হানাহানি আর কাটাকাটি থাকবেনা,
অথচ চতুর রাজা বিলাস ব্যসনে মত্ত প্রতিদিন
স্বজনপ্রীতির আর মদদষ্ঠুষ্টতায় বড় দুনীতিপ্রবন হয়ে উঠেছেন তিনি।
রাণীর চোখে জল !
দুষ্ট রাজার পাল্লায় পড়ে তার এ কি এক বেহাল দশা !
তার আজ কেঁদে কেঁদে দিন যায়।
তাঁর সন্তানরা আজ দুর্নীতিবাজ, ঘুষখোর, গাঁজাখোর ধর্ষক আর
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির নিপুণ ভিলেন।
৫.০২.২০১৩
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভালোলাগা +