নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক প্রদাহে সৃষ্ট একটি ভাবনার খসড়া

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

-- = শাফিক আফতাব -------------



আইন নীতি ধর্ম এগুলো কি সাধারণ মানুষের জন্য ?

প্রণেতাগণের জন্য নয় ?

তাহলে রাজাবাদশাদের বিলাসব্যসনের কথা চিন্তা করুন।

আদি থেকে অদ্য।

প্রাচীন যুগ থেকে সাম্প্রতিক।

যারা নীতি কথা বলেন ;

তাদের জীবন ইতিহাসের অধ্যায় ঘাটুন ;

দেখবেন কি হৃদয়বিদারক কাণ্ড !

সাম্প্রতিক কালের কথা বলি।

জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণের ভার পরিকল্পনা মন্ত্রণালয়ের ;

তাদের শ্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’

কিংবা ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।’

যদি আপনি এই মন্ত্রণালয়ের সকল কর্মকতা আর কর্মচারীর পরিসংখ্যান করেন ;

দেখবেন প্রায় প্রত্যেকেরই দুটি অধিক কিংবা ডজন সন্তান ;

অনুরূপ যারা নীতি কথা বলেন তাদের চারিত্রিক অনুসন্ধান চালান,

দেখবেন ঘুষ, দুর্নীতি আর প্রতারণার ফিরিস্তি।

আইনপ্রণেতাগণের ধর্মকর্ম আর কার্যকলাপের খোঁজ খবর নিন ;;

দেখবেন, কেঁচোর গর্ত থেকে সাপ রেরুচ্ছে।



এসব ভেবে আমরা খাঁই হারিয়ে ফেলি,

সবকিছু এলোমেলা আর আবোলতাবোল মনে হয়।

আরো অজস্র উদাহরণ মনের গভীরে অনুরণন তোলে

এসব বলে মানুষকে ক্ষেপিয়ে আর লাভ কি ;

যে যার মতোন চলুন,

মুখে নীতি আইন আর ধর্মের কথা বলুন ;

আমাদের কিছুই বলার নেই ;

তবে মালথাসের অনিবার্য সূত্র যদি সত্য হয়, শিক্ষা পাবেন;

মরণের আগে বিকলাঙ্গ হবেন

কিংবা অসার অকোজো হবেন ;

কিংবা ধুঁকে ধুঁকে কুঁরে কুঁরে মরবেন

তাহলে আমরা কষ্ট পাবেনা,

আনন্দ পাবো একটু।

২৫.০২.২০১৩





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.