![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব
হে ঈশ্বর, পৃথিবীর জনসংখ্যা অধিক বলে আপনি নাকি এখন সর্বদা ব্যস্ত থাকেন
বড় বড় দেশে আগ্রাসন যুদ্ধ, প্রযুক্তি নিয়ে আপনাকে সর্বদা মাথা ঘামাতে হয়
আমাদের এই ছোট্ট দেশটাকে নিয়ে ভাববার সময় আপনার একদম হয় না
দেখুন না প্রভু, কেমন সহিংসতা আমাদের দেশে বিরাজ করছে এখন,
মানুষ মানুষকে জবাই করছে, আগুণ জ্বালাচ্ছে, বোমা ফাটাচ্ছে
কেউ আপনার ধর্ম প্রচার করতে মরিয়া হয়ে উঠছে,
কেউ আবার প্রগতিশীলতার শিষ্য হয়ে বলছে মানবতার কথা
কেউ জেহাদ করছে, কেউ আবার দোতরা বাজাচ্ছে নিশিরাতে।
দেখুন কী সংকট এদেশে এখন ;
এ থেকে পরিত্রানের উপায় আমাদের জানা নেই প্রভূ।
আমাদের কোনো রাজনৈতিক দল নেই,
ঝড়বৃষ্টি এলে আমাদের কারো প্লাটফর্মে দাঁড়াবার উপায় থাকেনা আমাদের।
আমরা দিনমজুর প্রভূ
একদিন কাজ না হলে আমাদের পেটে ভাত যায় না,
তারপর দেখুন, যখন তখন হরতাল, ঘর্মঘট, গণজাগরণ।
হে প্রভূ আমি একজন ট্রাক ড্রাইভার
খেপ মারি উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা
কিংবা পূর্ববাংলা থেকে পশ্চিমবাংলা,
আমার ঘরে একটি ফুটফুটে বউ, বৃদ্ধা মা, তিনটি সন্তান ;
পৈত্রিক সূত্রে প্রভূ আমারকোনো চাষাবাদের জমি নেই,
আমার এই ট্রাকটি সম্বল, এর চাকা না ঘুরলে আমাদের পরাণের চাকা বন্ধ হয়ে য়ায়,
প্রভু তুমি না অসীম ক্ষমতার আধার, মন্দ আর বান্দর লোকদের তুমি তো শাস্তি দিতে পারো,
ওদের পা গুলো বিকলাঙ্গ করে দাও ; নয়তো হাতগুলো নুলো করে দাও ;
ওদের তুমি হেদায়েত করো প্রভু ;
ওরা কেনো মিথ্যের মুখোশ পড়ে সত্যের অভিনয় করে,
ওরা কেনো নামাজ কালাম আদায় করেনা,
আর যারা করে তারা কেনো হিংস্রতার শাবল নিয়ে মানুষের প্রাণকে বধ করে,
তুমি আমাদের ক্ষুদে দেশটাকে বাঁচাও প্রভূ ;
ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্মহীন রাজনীতি আর প্রগতিশীল রাজনীতি আর সাম্যবাদী রাজনীতি ;
যাই হোক ; সবার মনের গহীনে চেতনা সঞ্চার করে দাও : ‘মানুষকে ভালোবাসাই বড় ধর্মকর্ম’
‘নিজকে শুদ্ধ করাই বড় জেহাদ’, আর ‘রাষ্ট্র গঠনের আগে নিজের চরিত্রকে গঠন করা চাই’,
এই কথাগুলো গায়েবী আওয়াজে আজ রাতে বলে দাও না,
তা না হলে যে আমাদের প্রান্তিক মানুষের চাকা চলে না,
ওদের রোষাণলে পড়ে আমরাই প্রাণ হারাই অকালে, রাস্তায়, ফুটপাতে..............
০১০৩.২০১৩
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
কসমিক- ট্রাভেলার বলেছেন: প্রভু সদা সজাগ, সর্বত্র বিরাজমান
তিনি সবই দেখছেন
আর তিনি তো নির্দেশনা দিয়ে রেখেছেন যে
(সবাইকে তার কর্মফল পেতে হবে) ।
তবে কেহ সীমালঙ্ঘন করলে তার অবস্থা হবে ভয়াবহ ।