নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

হে মেধাবী সন্তান, এটাই পৃথিবীর শেষ বিন্দু নয়,

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

শাফিক আফতাব----------



তুমি প্রথম প্রথম বলতে এটাই পৃথিবীর শেষ বিন্দু, এর পরে আর কিছু নেই। থাকতেই পারেনা। আর তুমি যা জানো, বলতে ; আমার শেখা শেষ। তুমি প্রতিদিন ‘হলে’ এসে তোমার জ্ঞানের ফিরিস্তি জাহির করতে। বলতে, এদেশে মাত্র দুজন ব্যক্তি স্বনাম খ্যাত, বিদগ্ধ, জ্ঞানী ; যাঁর একজন তোমার একান্ত ঘনিষ্ঠ, তুমি মানতেই না এতবড় দেশে আরও কোনো জ্ঞানী কেউ থাকতে পারে। তারপর কিছু সময় যায় তুমি আবার নিজেই এসে আওরাও, ইনিং সেই ব্যক্তি, যার কাছে না গেলে আমার জীবন জগতের কিছুই জানা হতোনা। তোমার জ্ঞানী তালিকায় তিনজন ব্যক্তি এসে যোগ হলে প্রথম পরিচিতজন তালিকা থেকে বাদ পড়ে, এভাবে তুমি পথ চলতে চলতে বলতেই থাকছো, এরপরে কিছু নেই, এই ব্যক্তির পরে কিছু নেই, কিংবা আমার পরে কিছু নেই।

আমরা কিন্তু তোমার বক্তব্যকে স্যালুট দিয়েছি, বাক-বিতণ্ডা কিংবা বিতর্কে জড়াইনি কোনদিন, তুমি নিজেই, আজকে সাদাকে ধূসর, কাল বলো এটা শুভ্র, পরের দিন শুভ্র থেকে সফেদ না বলে নিজেই বলো এটা লাল, নিজে নিজেই লালকে নীল বানায়, আর নীল কে লাল, তুমিই জ্ঞানী আর সবাই আগাছা, আবাল।



এইতো মানবজন্ম , সত্যটাকে সহজে স্বীকার করে ক’জন ? তারা দিনদুপুরেই পরিপূর্ণ সূর্যের আলোতে ‘সত্য’ দেখে বলে, সত্যের মতো, কিংবা অমিথ্যা, কিংবা পাশ কাটিয়ে বলে প্রকৃতই বুঝি ! বকের ঠাংয়ের হাতের লেখাকে বলে কী সুন্দর ঝরঝরে হাতের লেখা !



হে মেধাবী সন্তান, এটাই পৃথিবীর শেষ বিন্দু নয়, এরপর আরো আছে, অলক্ষ্যে, দৃষ্টি সীমানার বাহিরে, তুমি যাদের সাথে চলো ফেরো ঘোরো ; তাদের চেয়ে অনেকা মেধবী সন্তান আছে কৃষকের গোয়ালে, শ্রমিকের খামারে ; শান্ত হও, আয়নার দিকে দেখো, দেখো তোমার চেহারার সাথে কী কোনো পশুপাখীর, প্রাণীর মিল পাওয়া যায় ? যদি যায়, ভাববে তারাও তোমার মতোন, রক্ত মাংসের চেতনা আর বোধের, তুমি বুঝতে চেষ্টা করো, এই পৃথিবীতে আমাদের একবিন্দ ু স্থিতি নেই। যদি থাকে নিউট্রোন এর হাজার ভাগের একভাগ কিনা সন্দেহ ? মাথা নুয়ে পথ চলো অহমে উজ্জীবিত হইও না, ঝড়ে ভেঙে যাবে।

১৭.০৩.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.