![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----
বাবা তখন মাইনর পাশ। উচ্চ শিক্ষার জন্য শহরে যাবেন। শহর বহুদূর। উনিশশত ছয়চল্লিশ সালের গ্রামের কাঁচা রাস্তা। তবু দৃঢ় কল্প তাঁর। উচ্চ শিক্ষা নিতে শহরে যাবেনই তিনি। ইত্যবসরে তাঁর বাবার প্রস্থান হলো নাটকের পাঠ থেকে, তবে রেখে গেলেন পাঁচ পাঁচটি ক্ষুদে শিল্পী আর একজন রূপবতী নায়িকা। বাবার দাদু তাঁকে বললেন, উচ্চাশিক্ষা নিয়ে কাজ নেই, সংসারের হাল ধরো। জমিদারী দেখাশুনা করো। জীবন-নাটকের পাঠ শুরু করো।
বাবার দাদুও মারা গেলেন। ফলত বাবা শক্ত হাতে সংসারের হাল ধরলেন। জমিদারী দেখাশুনা করতে থাকলেন। এক ভিলেনের চক্রান্তে তাঁর জোতজমি নিলামে উঠলো। পাঁচটি ভাইবোন আর মধ্যবয়সী মা নিয়ে তিনি চোখে সর্ষেফুল দেখলেন। দূর দূরান্তে চাকরি প্রস্তাব এলো। মায়ের আদেশে গেলেন না তিনি। ছাগল চরা চাকরি হলো তাঁর, করলেন না। তিনি হলেন একজন কৃষিজীবী মানুষ। মৃত্তিকার দেহফুঁড়ে ফলবতি করলেন ধানের গোলা।
সময় গড়িয়ে গেছে, সেই ছাগলের বাচ্চারা হয়েছে বলিষ্ঠ পাঁঠা। বিস্তৃর্ণ খামার আজ তাদের হাতের মুঠোয়। বকরির লেজ শুঁকে বেড়ায় তারা আজ যত্রতত্র। তারা চটিভদ্র। অথচ সেই যুগের মাইনর পাশ বাবার ছেলে আমি আজ খুঁড়িয়ে হাঁটছি। নব্যধনীদের দাপটে রাস্তা হাঁটা আজ দুষ্কর হয়ে পড়েছে।.........
১৯.০৩.২০১৩
©somewhere in net ltd.