![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
এইরাতে মনে হলো তুমি দিব্যি আছো, তোমার মদিররুমে ডিমলাইট নীল আলো বিলাচ্ছে, ফুলবতী বিছানায় কর্তা কোর্তা পড়ে সমুদ্রেভ্রমণে প্রস্তুত, আকাশের রঙ দেখে মনে হচ্ছে এইমাত্র ঝড় উঠবে, লণ্ডভণ্ড করে দেবে কুমড়োর খেত, কাশবনে বাতাসেরা এলোমেলা করে দেবে বেণীবিন্যাস আর পরিপাটি পরিচ্ছদ, গহ্বরে গলিত লাভার উৎগীরণে বেশহালকা হবে পৃথিবীর শরীর, ভোরের আবেশ এসে ঘুমে দিয়ে যাবে তোমার চোখ। তুমি রূপকথার সোনার কাঠি বুলিয়ে বুলিয়ে আস্তে ধীরে অতিক্রম করবে স্বর্গের দুয়ার।
এইরাতে হালে পানি পাবে, কৃষাণীর মন যাবে আবহমান শস্যের অঙ্কুরে। চিরায়ত লালিত বাসনায় এবার তার শস্য উঠবে ঘরে। তার পতিত ভূমি এবার ফসলে ফলবিত হবে,মুখে হাসি ফুটবে, এই ঝড় তোমাকে বড় ঋদ্ধ করে দিয়ে যাবে।
২২.০৩.২০১৩
©somewhere in net ltd.