![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
সুবাসিত সুবিন্যাস খোলাচুল ; যেন কৃষকের সোনালী আঁশ
সোনারং রোদে চিক চিক ; ডারের মাথায়, পোহায় রোদ ;
কৃষক আমি এক ; তাই দেখে ফুটে ওঠে মম প্রাণের প্রকাশ
এবার অর্থ পাবো ; দৈন্যতা ঘুচবে, মনে জাগে এই প্রবোধ।
তোমার পেলব বুক শিল্পকলার উচ্চতর লীলাভূমি,
এর চেয়ে বৃহৎ বিদ্যাপিট পৃথিবীতে একটিও নেই ;
তোমার শ্বাস পৃথিবীর শ্রেষ্ঠভাষার স্বর কিংবা ব্যঞ্জনধ্বনি,
আমি এক মহান সুপুরুষ শুধু তোমাকে ভালোবেসেই।
তোমার চোখে চোখ রেখে পাই পৃথিবীর শ্রেষ্ঠ বৃক্ষের ছায়া,
এর চেয়ে নির্ভরতা আর সাত্ত্বনা কোথায় বলো পাবো ?
তোমার স্পর্শে আর উত্তাপে ফোটে ভালোবাসা আর মায়া ;
তোমাকে ছেড়ে বলো কোথায় আমি যাবো?
মূলত আমি এক আবহমান কৃষক শুধু ফলাই ধান
পাঠ করি তোমাকে নিত্য তুমি যে জীবন-অভিধান।
২৩.০৩.২০১৩
©somewhere in net ltd.