![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
ঘটনা ঘটেছিলো কৃষ্ণকাশবনে, নদীর ঢালুতে, জলপদ্ম ফুটেছিলো নরম পাঁপড়ির ছোঁয়ায় আর পৃথিবীর পাতাল রেলে ভ্রমণে বেশ পুলকে প্লূত হয়েছিলো যাত্রীর ক্লান্তির শরীর। কখনো এসেছিলো নতুন ভাতের গন্ধ, গলাফেনের ঘ্রাণ, কিংবা শুয়োবার সময় গালভর্তি পানের পিকের সুবাস আবার চুল চুঁয়ে পড়ছিলো জনসন শ্যাম্পুর বাসনা।
এইসব মিলে সেদিন প্রেয়সীর বুকে ফোটে শুধু ব্রাফুল, আর তখনি হয় জীবনের শেষতম চরম ভুল। পৃথিবীর গভীরে গিয়ে বাসা বাঁধে কয়েকটি ভ্রুণ, তখুনি শেষ হয়ে আসে গামছা বাঁধা খেতের নুন। সিন্ধুকের কপাট বন্ধ হয়ে গেলে পর, ঢোল হতে থাকে পৃথিবীর ভুড়ি, দশমাস দশদিন পর তা থেকে বেরিয়ে আসে আস্ত এক ছুঁড়ি
জারজ সন্তানের দায়ে সমাজবদ্ধ মানুষ ট্রেনযাত্রীকে ধরে বন্দি করে অনুশাসনের কুঠুরীতে। কাগজকলমে লিখে দেয় তারে সেই কাশবন, নদীর ঢালু, জলপদ্ম আর ট্রেনের একটি দীঘল পথ, চিরায়ত এক পৃথিবীর অরণ্যবাংলো।
২৪.০৩.২০১৩
©somewhere in net ltd.