নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

আবহমান কুকুর

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২১

শাফিক আফতাব------------



রাস্তার মোড়ে কোনো কার্তিকে কুকুরের সঙ্গম চোখে পড়ে হয়তো কারো। লজ্জায় চোখ ছিটকায় কেউ। কেউ ওদিকে তাকায়ই না। কেউ আবার লাঠি দিয়ে বাড়ি মেরে আংটাটা খুলে দেবার চেষ্টা করে। কুকুরের বছরে একটি দিনে মহা উৎসবের, আর সেই দিনটিও কোনো কোনো মানুষের জন্য কুকুর সঙ্গমের স্বাদটা থেকে রিরত হন। তবুও কুকুর ধর্ষক হয়ে ওঠেনা। ঘটনার আগে সে প্রেয়সীর সায় নিতে পূর্ব থেকেই জানান যে তার কামনার কথা। প্রেমিকা রাজী হইলে তবেই দুএকদিন পর সংলগ্নতা। অথচ মানুষ ; কেউ কেউ দেখুন। কাঁচা মেয়ে অপরহণ করে। ধর্ষণ করে। ধর্ষণ পরবর্তী হনন করে। পৃথিবীর কোনো ইতিহাসে আছে কোনো পশু সঙ্গমপরবর্তী তার প্রেয়সীকে হত্যা করেছে। অথচ মানুষ হরহামেশা করেছে।



তবু মানুষ বলে কথা। পৃথিবীর তাবৎই তো মানুষের জন্য সৃষ্টি। মানুষ তাই এত বেপরোয়া। এত কামনাময়। তাই তাদের ভোগবিলাস এত ।



কুকুরের সঙ্গমে কোনোদিন ঢিল ছুঁড়ি নাই। কেনোনা কুকুর বছরে একবার যা করেন ; আমাকে তা প্রায়শ করতে হয়। আমারও ভেতর তো এক আবহমান কুকুর বাস করে।

২৯.০৩.২০১৩





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

মুহাম্মদ ফয়সল বলেছেন: "আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।"-সুরা ত্বীন

২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

আহলান বলেছেন: একটু কেমন যেনো লাগলো ...এই আর কি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.