![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
মুখ থুবড়ে পড়ে আছি, বলিনা কিছু, শুনিও না। দেখে যাই সময়ের চাকায় পা রেখে, চাকাই ঘুরছে, আমি শুধু আরামে পা রেখেছি পাদানিতে আর দেখছি। আমার কোনোই বেগ পেতে হচ্ছে না। ঘটনাই ঘটছে, ঘটে ঘটে হাটে হাটে ঢোল হচ্ছে। পত্রিকার পাতা ঘিরে ফলাও হচ্ছে।
আমার কি কোনো কথাই নেই। কোনো দায় ? না কোনো কথা নেই এবং দায়। যাদের আছে তারাই বলছে। তবে তারা সকালে এক বিকেলে আরেক বলে। আমি তা পারি না। ফলত আমার কোনো কথা থাকে না। আমি মুখ থুবড়ে পড়ে আছি। আমি বধির আর মূক পড়ে থাকি নিথর জড়ের মতোন। মানুষ আমাকে নিয়ে ভাবছেই না। আমি বেশ আরামে আছি। নাট্যমঞ্চে নিরব দর্শক এক ; শুধু অভিনয় দেখছি। আর পুতুলমানুষরা নেচে নেচে যাচ্ছে। আমি বিনাটিকেটে সসম্মানে ভি আই পি গ্যালারীতে বসে সিনেমা দেখছি। দেখতে আমার বেশ আরাম লাগছে।
০৪.০৪.২০১৩
©somewhere in net ltd.