![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
আজ সারাদিন বাঁটখারায় মেধা মাপলাম, দেখলাম : কবিতা হবেনা।
এ বড় কঠিন জিনিস। চরণের লেজ লাগা ছন্দ হলে হয়তো হতো কিছুটা
সে যুগ শেষ। এখন প্রবহমান অক্ষরবৃত্তের যুগ, যাকে অনেকেই গদ্যছন্দ বলি।
উপমাগুলো খাঁপছাড়া,
বিষয় নিত্য নতুন। শব্দগুলো আবার ঝরঝরে।
অন্তনির্হিত তাৎপর্য । এই সব ভেবে কবিতা একদম হয়ে ওঠেনা আমার।
কেনোনা.
তিন সদস্যের সংসারে
ভরণপোষণ দিয়ে কবিতা নিয়ে ভাববার সময় নেই এই ক্ষুদে মেধাবীর,
তারচে বরং কোঁদালে মাটি কাটি, ধান জন্মাই ;
কৃষিতে অবদান রাখি,
তাই খেয়ে মেধাবী কবিরা করুক লেখালেখি।
তাদের কবিতা আমার সন্তান পড়বে ;
আমি বলবো : ‘পড় বাবা, আমার বন্ধু কবিরা লিখেছে,
তাতেই গবির্ত আমি।
এই মেধাবী কবিটির সাথে আমার দেখা হয়েছিলো বাংলা একাডেমীর অনুষ্ঠানে,
আমার সন্তান তার বন্ধুদের বুক উঁচিয়ে বলবে, এই কবিজী আমার বাবার বন্ধু।
০৫.০৪.২০১৩
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপাকেও শুধু ধন্যবাদ নয়, হৃদয়ের গহীন থেকে তুলে আনা শুদ্ধা কিংবা সেহ্ন। ভালো থাকবেন।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
shfikul বলেছেন: এই কবিতাটি আমার খুব ভালো লেগেছে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: অনুপম অনুষঙ্গ,
হুমমমমম... কবিতা লেখা খুব কঠিন কাজ ! আজকাল কবিতা লিখতে শব্দগুলো কেবল ঝরঝরে হবে তাই-ই নয় , শব্দগুলো গরম তেলে ভেজে ভেজে তুলতে হয় । সাথে যদি খানিকটা "অবোধ্য" সস দিয়ে বোন-চায়না প্লেটে পরিবেশন করতে পারেন তো...হিট ।
এবারে আসল কথায় আসি, কবিতাটির ভেতরের অর্থগুলো অদ্ভুৎ সুন্দর । কোঁদালে মাটি কেটে কেটে আপনি অনুপম একটি হৃদয় ছোঁয়া কবিতার বীজটি বুনে দিয়েছেন সে মাটিতে ।
ধন্যবাদই শুধু নয়, শুভেচ্ছা্ও রইলো ।