![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
ব্যাঙের ছাতায় ছেয়ে গেছে আঙিনা, কুনোরা বেরিয়েছে গৃহকোণ হতে, ক্কুড় ক্কুড় ডাকে মুখরিত করছে ভোরের শুদ্ধ বাতাস, চোখ খুলে দেখি গভীর রাত, কেউ জেগে নেই, কয়েকটি বেশ্যা আছে, আর আছে নিশাচর, আর কিছু পদ্য লেখক,কিছু মাগির দালাল, কেউ মাথা গুঁজে দিয়েছে আবহমান প্রপাতে, কেউ যুদ্ধযানের জন্য সৈনিক বেশে মাথায় পড়ছে ক্যাপ,
ইদানিং ভুল হয়, সন্ধ্যাকে মনে হয় ভোর, আর ভোরকে সন্ধ্যা, রাত্রিদুপুরকে মধ্যদুপুর বলে ভুল করি। যুবতী কলাবতী রমণীদের মনে হয় বন্ধ্যা। ভ্রমে ভুলে ভরে গেছে দেশ, রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে জীবাণুর কীট, শপথ করেও মাতি,খেলি পাশা আর তাস, গণ্ডারের চামড়া হয়েছে আমাদের পিঠ।
ভ্রমেই আকাশে দেখি পাখিরা হাঁটছে, পাপিষ্ট মানুষের নিম্নাঙ্গে গঁিজয়েছে দীর্ঘ লেজ, বানরের মতোন তারা নাচছে, আর স্বর্ণরৌপে ভরে ঘুষখোরের শোকেস।.............
০৭.০৪.২০১৩
©somewhere in net ltd.